Uttarkashi News : মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশী। গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপ। গ্রাউন্ড জিরোয় এবিপি আনন্দ
ABP Ananda LIVE: দেবভূমিতে প্রকৃতির রুদ্ররূপ। হড়পা বানে কার্যত কাদামাটির তলায় আস্ত একটা গ্রাম। গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপ। গ্রাউন্ড জিরোয় এবিপি আনন্দ।
মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশী । দেবভূমিতে বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে ৫ । ৪০০-র বেশি দুর্গতকে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে । এখনও দুর্গত এলাকায় শতাধিক মানুষ আটকে আছেন বলে আশঙ্কা । হড়পা বানের তোড়ে ভেঙে, ধুয়ে-মুছে গেছে ৪০ থেকে ৫০টা বাড়ি । ধরালী বাজারের একটা বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত । ধরালীর কাছে ভাটওয়াড়িতে প্রায় দেড়শো মিটার রাস্তা নিশ্চিহ্ন হয়ে গেছে । কপ্টারে ধারালিতে পৌঁছে এলাকা পরিদর্শন মুখ্য়মন্ত্রী পুষ্কর ধামীর
Fake Voter: তালিকায় জ্বলজ্বল করছে নাম, বাস্তবে হদিশই নেই এইসব 'ভূতুড়ে ভোটার'-দের !
২০২৬- এর বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে এখন নতুন উদ্বেগ 'ভূতুড়ে ভোটার'। বিভিন্ন জেলার ভোটার তালিকায় দেখা গিয়েছে অদ্ভুত সব বিষয়। ভোটার তালিকায় নাম রয়েছে, অথচ বাস্তবে তাঁদের হদিশই নেই। কেউ পাকাপাকি ভাবে স্থানান্তর হয়েছেন অন্যত্র। কেউ বা মারা গিয়েছেন। অথচ তাঁদের নাম দিব্যি রয়েছে ভোটারদের নামের তালিকায়।

















