Vice President Election: আজ উপ রাষ্ট্রপতি নির্বাচন, ভোটদানে বিরত তৃণমূল কংগ্রেস
আজ উপ রাষ্ট্রপতি নির্বাচন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে চলবে ভোটগ্রহণ। উপ রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে NDA-র প্রার্থী, বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিরোধী জোটের প্রার্থী কংগ্রেসের মার্গারেট আলভা। ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সিদ্ধান্ত জানিয়ে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। গেলেও দেখতে পাবেন, না গেলেও দেখতে পাবেন, প্রতিক্রিয়া শিশির অধিকারীর। উপ রাষ্ট্রপতি পদের জন্য মোট ভোট ৭৮৮। এর মধ্যে NDA-র হাতে রয়েছে ৪৪০-টিরও বেশি ভোট। উপ রাষ্ট্রপতি পদে বেঙ্কাইয়া নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে ১০ অগাস্ট। ১১ অগাস্ট শপথ নেবেন নতুন উপ রাষ্ট্রপতি।
![Chok Bhanga Chota: মহাকুম্ভের পথে বিপর্যয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/17/095e0d51ece68b14630ae0b3ff600c4e1726584047480967_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)