Weather Update: দক্ষিণবঙ্গে এখনও থমকে বর্ষা, কবে দেখা মিলবে বৃষ্টির? ABP Ananda Live
Weather News: উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে এখনও থমকে বর্ষা। দক্ষিণের ৪ জেলায় আজও তাপপ্রবাহের সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমন। জ্বালাপোড়া গরম থাকবে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও তাপমাত্রার হেরফের হবে না। আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত কাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত কাল সকাল সাড়ে ৮টা থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোনও বৃষ্টি হয়নি মহানগরে। আকাশ আজ দিনভর আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। আংশিক মেঘলা আকাশে বজ্রবিদ্যুৎ-সহ আলোর ঝলকানির সম্ভাবনা থাকছে। ABP Ananda Live