Weather Update: , কিছুক্ষণের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস
আগামী ২-৩ ঘন্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। কলকাতা-সহ বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলায় মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে। পাশাপাশি বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর বঙ্গোপসাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর ফলে কলকাতা-সহ গাঙ্গেয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, বৃহস্পতিবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ যথেষ্ট বাড়বে বলে জানা গেছে।
অন্যদিকে দিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) বাসভবনে আজ বিকেলে বৈঠকে বসতে চলেছেন বিরোধী দলের শীর্ষনেতারা। আমন্ত্রণ জানানো হলেও সম্ভবত কংগ্রেসের কেউ এই বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানা গিয়েছে। এর মধ্যেই গতকাল পাওয়ারের সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)।