WHO on Cough Syrup : কাফ সিরাপের বিতর্কে, বিশ্বব্য়াপী সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ABP Ananda LIVE : কাফ সিরাপেই লুকিয়ে বিপদ ? শিশুদের জন্য প্রাণঘাতী কাফ সিরাপ ? মধ্যপ্রদেশ এবং রাজস্থানে একের পর এক শিশু মৃত্যুর ঘটনার পর এই প্রশ্নই সামনে এসেছিল।কাফ সিরাপ দেওয়া নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা জারির পর এই বিতর্কিত কাফ সিরাপ নিয়ে সতর্কতা জারি করল একাধিক স্বাস্থ্য সংস্থা।কোল্ডরিফ, রেসপিফ্রেস টিআর,রিলাইফ- এই ধরণের কাফ সিরাপের ক্ষেত্রে বিশ্বব্য়াপী সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আরও খবর...
দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লের সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী
বীরভূমে দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লের সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। গতকাল পানীয় জলের দাবিতে সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে বিজেপি। পানীয় জল না মেলায় তৃণমূলের একাংশ বিক্ষোভ দেখিয়েছে বলে পাল্টা দাবি গেরুয়া শিবিরের। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সিউড়ি থানার বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদের একাংশ। ঘটনাস্থলে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক। দোষীরা দ্রুত গ্রেফতার না হলে সিউড়ি ১ নম্বর ব্লকে দলের কোনও সাংগঠনিক কাজ হবে না বলে বিধায়ককে হুঁশিয়ারি দেন দলেরই এক নেতা। দ্রুত দোষীদের গ্রেফতারির আশ্বাস দিয়েছেন তৃণমূল বিধায়ক। ভোট যত এগিয়ে আসবে তৃণমূলের লোকজন প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে বলে কটাক্ষ বিজেপির।

















