এক্সপ্লোর
শান্তিতে ভোটের প্রত্যাশায় লন্ডনের প্রবাসী বাঙালিরা
বঙ্গে বিধানসভা ভোটের উত্তাপ পৌঁছেছে সুদূর লন্ডনে। সেখানকার প্রবাসী বাঙালিদের একটাই আর্জি, এবারের ভোট হোক নির্বিঘ্নে, শান্তিতে। বাংলার বিধান আসুক বুলেটের মাধ্যমে নয়, ব্যালটের মাধ্যমে।
বঙ্গে ভোট মানেই টানটান উত্তেজনা! জায়গায় জায়গায় শুরু হয়ে গেছে অশান্তি, সংঘর্ষ, বোমাবাজি! আর গঙ্গা পাড়ের এই ভোট-হিংসার আঁচ পৌঁছেছে, প্রায় ৮ হাজার কিলোমিটার দূরে টেমসের পাড়েও।
পরিবার-পরিজন ছেড়ে, ভিনদেশে থাকা, লন্ডনের প্রবাসী বাঙালিদেরও এখন একটাই আর্জি, ভালোয় ভালোয় ভোট মিটুক তাঁদের বাংলায়।
আরও দেখুন






















