Dona Ganguly: লন্ডনের ‘বিলিতি বাঙালি’-র দুর্গাপুজোয় ছাত্রীদের নিয়ে নৃত্য পরিবেশনায় ডোনা গঙ্গোপাধ্যায়। Bangla News
লন্ডনের দুর্গাপুজোয় ছাত্রীদের নিয়ে নৃত্যানুষ্ঠান ডোনা গঙ্গোপাধ্যায়ের। লন্ডনের ‘বিলিতি বাঙালি’র তরফে আয়োজিত দুর্গাপুজোয় দীক্ষামঞ্জরীর এই অনুষ্ঠান। নবমীর সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চ মাতাল লন্ডনবাসী দীক্ষামঞ্জরীর ছাত্রীরা। তাঁদের সঙ্গে নাচে অংশগ্রহণ করলেন ডোনা গঙ্গোপাধ্যায় স্বয়ং।‘বিলিতি বাঙালি’র পুজোকে ঘিরে ৪ দিনের উৎসবে মেতে উঠেছিলেন লন্ডনবাসী বাঙালিরা। নিষ্ঠাভরে পুজার্চনার পাশাপাশি চলল শুভেচ্ছা বিনিময়, হৈ-হুল্লোর। খাওয়া-দাওয়ার ছিল এলাহি আয়োজন। কোভিডকালে অনলাইনেই দেশী-বিদেশী ছাত্র-ছাত্রীদের নাচ শেখাচ্ছে দীক্ষামঞ্জরী। আর অনলাইনে শেখা নাচেই প্রবাসী বাঙালিদের মন জয় করল দীক্ষামঞ্জরীর ছাত্রীরা। অনুষ্ঠান শেষে লন্ডনবাসী বাঙালিদের শারদীয়ার শুভেচ্ছা জানালেন ডোনা গঙ্গোপাধ্যায়।
![Chok Bhanga Chota: মহাকুম্ভের পথে বিপর্যয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/17/095e0d51ece68b14630ae0b3ff600c4e1726584047480967_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)