এক্সপ্লোর
প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র, বয়স হয়েছিল ৭৪ বছর
প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। বয়স হয়েছিল ৭৪ বছর। গতকাল রাত ৩টে ১০ মিনিটে অ্যাপোলো হাসপাতালে মৃত্যু। সকাল সাড়ে ৮টায় মরদেহ নিয়ে যাওয়া হবে অঞ্জন মিত্রর ট্যাংরার বাড়িতে। সেখানে সকাল ১১টা পর্যন্ত থাকবে মরদেহ। এরপর নিয়ে যাওয়া হবে মোহনবাগান ক্লাব তাঁবুতে। বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত সেখানে শায়িত থাকবে প্রাক্তন সচিবের মরদেহ।এরপর কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য। ফুটবল অন্ত প্রাণ অঞ্জন মিত্র ক্লাব প্রশাসনে থাকাকালীন একাধিকবার আই লিগ সহ দেশের সেরা ফুটবল টুর্নামেন্ট জেতে মোহনবাগান ক্লাব। প্রায় তিন দশকের কাছাকাছি জড়িত ছিলেন মোহনবাগানের ক্লাবের সঙ্গে। ২৩ বছর ধরে ছিলেন সচিব পদে। তাঁর আমলেই মোহনবাগানে বিদেশি ফুটবলারদের খেলা শুরু। বহুজাতিক সংস্থাকে ক্লাবের স্পনসর হিসেবে আনার ক্ষেত্রেও অঞ্জন মিত্রর অবদান যথেষ্ট। তাঁর প্রয়াণে ময়দানে শোকের ছায়া
আরও দেখুন






















