আইপিএল ২০২০: কলকাতা বনাম পঞ্জাব: আজকের ম্যাচে কি কলকাতার তারুণ্যের জয়? কী জানালেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়?
আবু ধাবিতে স্যাটারডে ব্লকব্লাস্টার। আজ বাইশ গজের যুদ্ধে মুখোমুখি কলকাতা ও পঞ্জাব। তারুণ্য এবারের কেকেআরের অন্যতম বড় শক্তি। আজকের ম্যাচেও কি তারুণ্যের জয় হবে? কী বলছেন প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়।
কে এল রাহুল আর রাহুল ত্রিপাঠী, দু-পক্ষের দুই রাহুলের ব্যাট ঝলসে ওঠার অপেক্ষা। তবে, প্রীতি জিন্টার পঞ্জাব আর্মির থেকে বেশ কয়েক যোজন এগিয়ে থেকেই শনিবার ২২ গজের যুদ্ধে নামবে কিং খানের নাইটরা। প্রাথমিক ধাক্কা সামলে রাহুল ত্রিপাঠী, শুভমনদের হাত ধরে পয়েন্ট তালিকায় আপাতত চার নম্বরে নাইটরা। যদিও ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্নের উত্তর মিলছে না। মর্গ্যানের মত ফর্মে থাকা বিস্ফোরক ব্যাটসম্যানকে কেন নারাইনের পরে নামতে হবে, ইংল্যান্ডের হয়ে চার নম্বরে নেমে তুখোড় পারফর্ম করা সত্ত্বেও কেকেআরে কেন চার নম্বর স্লটটি তাঁকে দেওয়া হবে না, সে প্রশ্ন রয়েই যাচ্ছে। বোলিংয়ে মাভি, নাগারকোটির পাশে দুর্দান্ত উত্থান বরুণ চক্রবর্তীরও। আর, এই ম্যাচে ফের নজর যাঁর দিকে, তিনি আন্দ্রে রাসেল। এই মরসুমে এখনও সেরা ফর্মে তাঁকে দেখা যায়নি। শনিবার ছবিটা বদলাবে কী?
রাহুল, ময়াঙ্কের ব্যাটে ঝড়। তবু, শুরুটা দারুন করেও টুর্নামেন্ট থেকে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কিংস ইলভেন পঞ্জাব। পরপর হার। পয়েন্ট টেবিলে একেবারে লাস্ট বয়। টুর্নামেন্টে ফিরতে হলে আবু ধাবিতে দুর্দান্ত একটা কামব্যাক করতে হবে শামি, ম্যাক্সওয়েলদের। তবে, শনিবারের দ্বৈরথ যে ক্রিকেটপ্রেমীদের একটা টানটান থ্রিলার উপহার দেবে, সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।
![CAB News: টিকিট বণ্টন নিয়ে অডিটরের প্রশ্নের মুখে সিএবি। ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/28/27c86e469db722a5ec1766e1605bf6791719513086404967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![KKR। কেন ট্রফি নিয়ে কলকাতায় আসার পরিকল্পনা বাতিল করতে হল কেকেআরকে?হোটেলেই সারারাত উৎসব, শ্রেয়সের নাচ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/b1ccd35eec4c497650a7c7cd6f286f1f171682958349750_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![KKR IPL 2024 Champion: কাটল দশ বছরের খরা, IPL ২০২৪-এর ট্রফি ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/e0c9bb29c5700af3c9fc8b322840a6ea1716772907312229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![KKR IPL 2024 Champion। নায়ক স্টার্ক, আইপিএলে চ্যাম্পিয়ন কেকেআর, ফাইনালে দাঁড়াতেই পারল না হায়দরাবাদ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/c19e503bdcd03fb4a508e441f3a1e78a1716752765422894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![IPL Final 2024: মা হাসপাতালে, প্র্যাক্টিসে ছক্কার ঝড়, ফাইনালে কেকেআরের নায়ক হতে পারেন আফগান তরুণ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/24/ead9c6195b68115c1057e746c67cc453171656220106150_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)