এক্সপ্লোর
আইএসএলে ডার্বি ভারতীয় ফুটবলের নতুন দিগন্ত খুলে দেবে: নীতা অম্বানি
আইএসএলের ১১তম দল হিসেবে খেলবে ইস্টবেঙ্গল। ট্যুইট করে জানালেন এফএসডিএলের চেয়ার পার্সন নীতা অম্বানি। এর আগে ইতিমধ্যেই ১০টি দল নির্বাচন হয়ে গেছে। নীতা অম্বানির মতে, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচের ফলে আইএসএল নতুন মাত্রা পাবে। তাঁর কথায়, এই টুর্নামেন্ট এটিকে-মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মতো দুই ঐতিহ্যশালী ক্লাব যোগ দেওয়ায় ভারতীয় ফুটবলের অসীম সম্ভাবনার দরজা খুলে গেল। যা পশ্চিমবঙ্গে ফুটবল প্রতিভার স্ফুরণে সাহায্য করবে।
আরও দেখুন






















