Mirabai Chanu: টোকিওয় রুপো পেয়েছেন, প্যারিসে সোনা জেতাই লক্ষ্য, জানালেন চানু
টোকিও অলিম্পিক্সে রুপো জয় করেছেন মীরাবাঈ চানু। দেশে ফিরেছেন ইম্ফলের মেয়ে। এবিপি আনন্দের প্রতিনিধি কুন্তল চক্রবর্তীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে চানু বলেন, "নিজের পরিবার ও গ্রামের সবাই খুব খুশি। আমি শুধু মণিপুরের না, সারা ভারতের। সেই কারণে বাড়িতেও সবসময় দেশের জার্সি পরে থাকি। একজন ভারতবাসী হিসেবে সবসময় ভারতের নাম উজ্জ্বল করতে চাই। আমি ডায়েটে খুব বেশি গুরুত্ব দিয়েছি। কারণ আমাদের যে ভার তুলতে হয়, তা খুবই নিয়ন্ত্রণে রাখতে হয়। শুধু এই পদক জয়েই সীমাবদ্ধ নয়, আমি আরও এগিয়ে যেতে চাই। বেশিদিন ঘরে থাকতে পারব না। খুব দ্রুতই ট্রেনিং শুরু করতে হবে। কারণ অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলির জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। ২০২৪-এ প্যারিস অলিম্পিক্সে সোনা জিততে চাই।"






















