Tokyo Olympics : টোকিওয় পৌঁছল অলিম্পিক মশাল, করোনা আবহে দর্শকশূন্য স্টেডিয়ামেই প্রতিযোগিতা
টোকিয়োয় (Tokyo) পৌঁছালো অলিম্পিক্সের (Olympics) মশাল। যদিও করোনা পরিস্থিতির কারণে যাবতীয় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। সাধারণ নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আগামী ২৩ জুলাই থেকে জাপানে শুরু হচ্ছে অলিম্পিক্স। এটি চলবে ৮ই আগস্ট পর্যন্ত। করোনা আবহে বেশ কিছু ক্রীড়া প্রতিযোগিতা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। অন্যদিকে এবার অলিম্পিক্সে সুযোগ পাওয়া ভারতীয়দের সঙ্গে ভার্চুয়ালভাবে কথা বলবেন প্রধানমন্ত্রী। ১৩ জুলাই বিকেল ৫টায় হবে এই ভার্চুয়াল সেশন।
ফের জম্মু-কাশ্মীরে এনকাউন্টার (Encounter)। কুলগামে শুরু হয়েছে সংঘর্ষ। জঙ্গিদের (Militants) লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় বাহিনী। দুই থেকে তিনজন জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে বলে সেনা সূত্রে খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও গুলির লড়াই চলছে।






















