Sourav Ganguly Birthday: কোভিডকালে অনাড়ম্বর জন্মদিন পালন সৌরভের
আজ বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিন। কেক কেটে জন্মদিন পালন করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। সৌরভ জানিয়েছেন করোনার কারণে জন্মদিনে কোনও উৎসব নয়। এদিকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে তাঁর বেহালার বাড়ির সামনে উপস্থিত হয়েছেন গুণগ্রাহীরা।
৪৯ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। জন্মদিনে বিসিসিআই সভাপতিকে শুভেচ্ছার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়। জন্মদিনে প্রাক্তন সহ খেলোয়াড়কে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় বাংলা ও ইংরেজিতে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ।
ফেসবুকে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক লিখেছেন, আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন সহ ক্রিকেটাররা। বীরেন্দ্র সহবাগ থেকে শুরু করে সুরেশ রায়না, ওয়াসিম জাফর, প্রজ্ঞান ওঝা, মহম্মদ কাইফ সহ প্রাক্তন সহ খেলোয়াড়রা তাঁদের এক সময়ের ক্যাপ্টেনকে জন্মদিনে শুভকামনা জানালেন। সোশ্যাল মিডিয়ায় মেসেজ শেয়ার করে তাঁরা সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন। বিসিসিআই এবং আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিও তাঁকে শুভেচ্ছা জানিয়েছে।সেইসঙ্গে বর্তমান ক্রিকেটাররাও জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভকে।
![WPL 2025: পরপর দুবার ট্রফি জিতে ইতিহাস গড়বে RCB? চমক দেবে সৌরভের দিল্লি? পাঁচ দলের ধুন্ধুমার লড়াই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/ec58923e82eff0e4cae5da3a984370081739463725517535_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)