India vs England T20: ইডেনে ভারত-ইংল্যান্ড মহারণ, ২ প্রাক্তন নাইটের চালেই কি বদলাবে ম্যাচের রং?
ABP Ananda Live: ইডেনের (Eden Gardens) পিচে বড় রান ওঠার পূর্বাভাস করেছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন, চার-ছক্কার ঝড় উঠবে। টি-২০ ম্যাচে এমনকী, আড়াইশো রানও উঠতে পারে। তবে তাঁকে চিন্তায় রাখছে শিশির। মঙ্গলবার রাতে দু’দলের প্র্যাক্টিসের পর (India vs England) যে কারণে গোটা মাঠ ঢেকে রাখা হয়েছিল। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ইঙ্গিত দিয়েছেন, টি-২০ ক্রিকেটে স্ট্র্যাটেজিতে চমক দিতে পারেন তাঁরা। শেষ পর্যন্ত কী হবে?
ইডেনের পিচে বড় রান ওঠার পূর্বাভাস করেছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন, চার-ছক্কার ঝড় উঠবে। টি-২০ ম্যাচে এমনকী, আড়াইশো রানও উঠতে পারে। তবে তাঁকে চিন্তায় রাখছে শিশির। মঙ্গলবার রাতে দু’দলের প্র্যাক্টিসের পর যে কারণে গোটা মাঠ ঢেকে রাখা হয়েছিল।
ম্যাচের আগে কালীঘাটে পুজো দিয়ে এসেছেন গম্ভীর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গুরু গম্ভীরের অগ্নিপরীক্ষা। টি-২০ সিরিজ হেরে গেলে ফের কাঁটায় বিদ্ধ হতে হবে। তাঁর প্রতিপক্ষ শিবিরে রয়েছেন এমন এক হেডস্যর, ইডেনের বাইশ গজ যাঁর হাতের তালুর মতো চেনা। তিনিও গম্ভীরের মতোই প্রাক্তন কেকেআর অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। আগ্রাসী ক্রিকেট খেলিয়ে যিনি ভারতের পরিকল্পনা ভেস্তে দিতে পারেন।
সব মিলিয়ে বুধবার জমজমাট এক টি-২০ লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।






















