এক্সপ্লোর
ভারতকে ঘিরতে প্রত্যেক পন্থা অবলম্বন করছে চিন, জানুন ‘ড্রাগন’-দের অ্যাকশন প্ল্যান
1/6

২০১৮ সালের জন্য প্রতিরক্ষা বাজেট ৮.১ শতাংশ বৃদ্ধি করেছে চিন। বলে রাখা প্রয়োজন, চিনের প্রতিরক্ষা বাজেট ভারতের তিনগুণ।
2/6

শ্রীলঙ্কার সঙ্গেও সুসম্পর্ক তৈরি করে ফেলেছে চিন। ২০১৭ সালে নিজেদের হাম্বানটোটা বন্দর ৯৯ সালের জন্য চিনকে দিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। অর্থাৎ, ভারতীয় মহাসাগরে সরাসরি নিজেদের উপস্থিতি বৃদ্ধি করছে চিন। সেখানেই মায়ানমারের কেয়োকপ্যুতে বন্দর তৈরি করছে চিন। এছাড়া, ওই বন্দরে চিনা নৌসেনার অবাধ যাতায়াত রয়েছে। ইতিমধ্যেই চিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কোকো দ্বীপে নিজেদের শক্তি বাড়িয়ে নৌসেনার জন্য আধুনিক ব্যবস্থা তৈরি করে ফেলেছে।
Published at : 20 Mar 2018 04:49 PM (IST)
View More


















