এক্সপ্লোর
চিনে কারও মৃত্যু হলে এভাবেই নাচতে দেখা যায় কল গার্ল-পোল ড্যান্সারদের, কেন জানেন কি?

1/7

তবে, এখন এই রীতির ওপর লাগাম টানতে উদ্যোগী হয়েছে চিন প্রশাসন। সরকারের ঘোষণা, যদি কাউকে এসব করতে গিয়ে ধরা হয়, তাহলে তাঁর জেল হতে পারে।
2/7

শুধু তাই নয়। ওই শবযাত্রায় জীপের ওপর উঠে পোল ড্যান্সারদের নাচতেও দেখা গিয়েছিল।
3/7

সম্প্রতি, চিনে এক সরকারি আধিরকারিকের মৃত্যুতে ৫০-এর বেশি পোল ড্যান্সারদের ডাকা হয়েছিল। যাতে ওই আধিকারিকের আত্মা শান্তি পায়।
4/7

এধরনের শোকসভায় ‘অ্যাডাল্ট কন্টেন্ট’-এর জন্য শিশু ও প্রবীণদের ডাকা হয় না। কারণ, সেখানে মৃতের কফিনের চারপাশে এই কল গার্লরা নাচতে থাকেন।
5/7

সেখানকার মানুষের বিশ্বাস, বেশি মানুষ উপস্থিত হলে, মৃতের আত্মা শান্তি পাবেন।
6/7

চিনে কেউ মারা গেলে, সেখানে কল গার্লস আনা হয়। শবদেহের পাশে তাঁরা নাচেন। এটা দেখার জন্য সেখানে শোকসভায় প্রচুর ভিড় হয়।
7/7

কোনও মানুষের মৃত্যুতে তাঁর পরিবার-আত্মীয় থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী-- সকলের জন্যই শোকের ছায়া বয়ে আনে। কিন্তু, চিনে এমন পরিস্থিতিতে এমন কিছু করেন সেখানকার মানুষ যা শুনলে আপনি চমকে উঠবেন।
Published at : 27 Feb 2018 09:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
আইপিএল
খবর
Advertisement
