(Source: ECI/ABP News/ABP Majha)
live updates: গণপিটুনিতে ‘ব্যথিত’, কিন্তু ঝাড়খণ্ডের অপমান করা উচিত নয়, রাজ্যসভায় মোদি
LIVE
Background
নয়াদিল্লি: গতকালের পর বুধবারও কংগ্রেসকে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদির। লোকসভায় মঙ্গলবার তিনি কংগ্রেসকে জরুরি অবস্থার ইস্যুতে কাঠগড়ায় তুলেছিলেন। বলেছিলেন, গণতন্র্জ, ভারতের আত্মাকে ধ্বংস করা হয়েছিল জরুরি অবস্থার মাধ্যমে। গণতন্ত্রের শরীরে জরুরি অবস্থা ছিল একটা কালো দাগ যা কোনওদিন মুছে যাবে না। আজ তিনি রাজ্যসভায় বললেন, লোকসভা নির্বাচনে বিজেপির জয়কে গণতন্ত্র ও দেশের পরাজয় বলাটা গণতন্ত্রের অপমান। বিজেপির জয়কে দেশের পরাজয় বলা কংগ্রেসের চরম ঔদ্ধত্যের পরিচয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
নানা সময়ে বিরোধীরা ইভিএমের কলকাঠি নাড়ানোর আশঙ্কা প্রকাশ করে তার মাধ্যমে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটে না বলে দাবি করে আগের ব্যালটে নির্বাচন ফেরানোর যে দাবি করেন, আজ তাকেও কটাক্ষ করেন তিনি। মোদি বলেন, যারা পরাজয়ের পর আত্মসমীক্ষা করে নিজেদের ব্যর্থতা খুঁজে বের করতে আগ্রহী নয়, তারাই হারের জন্য ইভিএমকে দোষ দেয়।
পাশাপাশি মোদি সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলের প্রতি ইঙ্গিত করেও বলেন, এই নির্বাচন ছিল একটা বিশেষ ঘটনা, যাতে কয়েকটা দশক বাদে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে একটা সরকার এসেছে। এটা দেখিয়েছে, ভোটারদের মন থেকে স্থিতিশীলতাকে কতটা গুরুত্ব দেন।