Sun Transit in Astrology: আগামী ১ মাস আয় বাড়বে এই রাশিদের, রাশি রাশি টাকা পাবে এই জাতকরা
Sun Transit In Virgo: কন্যা রাশিতে ভ্রমণ শুরু করেছে সূর্য। এর ফলে এই রাশিতে আগে থেকে উপস্থিত সূর্য ও বুধ মিলে বুধাদিত্য যোগ তৈরি করবে।

কলকাতা: কন্যা রাশিতে প্রবেশ করেছে সূর্য। ১৭ সেপ্টেম্বর ভোররাতে কন্যা রাশিতে সূর্যের গোচর হয়েছে। এর ফলে কন্যা রাশিতে সূর্য ও বুধের যুতি হয়েছে ও এতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এছাড়াও সূর্যের এই গোচরের ফলে সূর্য ও শনি সমসপ্তক যোগ সৃষ্টি হয়েছে। এই গোচরের ফলে লাভ হবে বৃষ, সিংহ ও কন্যা-সহ বেশ কিছু রাশির জাতকদের। মেষ থেকে মীন রাশির জাতকদের ওপর সূর্যের রাশি পরিবর্তন কেমন প্রভাব ফেলবে, তা এখানে জেনে নিন।
মিথুন রাশি- মিথুন রাশির জন্য সূর্যের গোচর সুখকর। চাকরি ও ব্যবসায় শুভ পরিস্থিতি তৈরি হবে। গত কিছু দিনের সমস্যার সমাধান হবে। আর্থিক লাভ সম্ভব। শিক্ষা ও প্রতিযোগিতায় ভালো প্রদর্শন করবেন। সুখ-সাধনে বৃদ্ধি হবে। দাম্পত্য জীবনের জন্য পরিস্থিতি অনুকূল। বুদ্ধি ও চাতুর্যের দ্বারা লাভ অর্জন করতে পারবেন। মায়ের তরফে লাভের যোগ রয়েছে।
কর্কট রাশি- সূর্যের কন্যা রাশিতে গোচরে ফলে কর্কট রাশির জাতকদের পরাক্রম ও প্রভাব বৃদ্ধি পাবে। ভাইয়ের সঙ্গে ভারসাম্য বজায় রেখে এগোতে হবে, তা না-হলে মনোমালিন্য ও দুশ্চিন্তা সম্ভব। সাহসী সিদ্ধান্ত নিতে সফল হবেন। যাত্রার সংযোগ রয়েছে। ব্যবসা বিস্তার সম্ভব। কমিউনিকেশন ও বৈদ্যুতিন বস্তুর ব্যবসায় ভালো আয় হবে। প্রভাব ও সম্মান বৃদ্ধি পাবে।
কন্যা রাশি- এই রাশিতেই এক মাসের জন্য অবস্থান করবে সূর্য। ভাগ্য বৃদ্ধি হবে কন্যা রাশির জাতকদের। সুযোগের লাভ তুলবেন। ব্যবসায় লাভ ও আয়ের দ্বারা আনন্দিত হবেন। নতুন কাজ শুরুর ইচ্ছা থাকলে সফল হবেন। সামাজিক ক্ষেত্রে মান-সম্মান বাড়বে। চাকরিতে উন্নতির সংযোগ রয়েছে। যাঁরা চাকরির সন্ধানে রয়েছেন তাঁরা আনন্দিত হবেন। পারিবারিক জীবন সুখে কাটবে।
বৃশ্চিক রাশি- সূর্যের কন্যা রাশিতে গোচর বৃশ্চিক জাতকদের জন্য শুভ। আর্থিক চেষ্টা লাভজনক প্রমাণিত হবে। আয় বৃদ্ধি হবে। সরকারি ক্ষেত্রে লাভ হতে পারে। বিদেশে লাভের সংযোগ রয়েছে। ব্যবসায়িক অবসাদ দূর হবে। অপ্রত্যাশিত উৎস থেকে আয়ের সম্ভাবনা রয়েছে। শ্বশুরবাড়ির তরফে লাভ ও সহযোগিতা অর্জন করবেন। পুণ্য লাভের সুযোগ পাবেন।
মকর রাশি- মকর রাশির জাতকদের ভাগ্য বৃদ্ধি হবে এ সময়। অতীত পরিশ্রমের ফল পাবেন। লগ্নির দ্বারাও আয় সম্ভব। গাড়ি কিনতে পারেন। সামাজিক ক্ষেত্রে প্রভাব ও সম্মান বাড়বে। সম্পত্তি সংক্রান্ত কাজে সাফল্য লাভ করতে পারেন। স্বাস্থ্যোন্নতি হবে। দাম্পত্য জীবনে প্রেম থাকবে। সন্তানের তরফে আনন্দ লাভ করবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।






















