এক্সপ্লোর
Assam Flood: ক্রমশ ভয়াবহ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত রবিবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছিল অসম। তারপর থেকে এখনও পর্যন্ত টানা বৃষ্টির ফলে বন্যা হয়ে গেছে অসমের বেশ কয়েকটি জেলা। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ লক্ষের বেশি মানুষ।
Assam Flood
1/9

শনিবার অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যার জলে ডুবে এখনও পর্যন্ত দুই শিশু সহ মোট আটজনের মৃত্যর খবর পাওয়া গেছে। এদের মধ্যে কাছাড় জেলায় এক শিশু সহ মৃত্যু হয়েছে তিনজনের। হাইলকান্দি জেলায় এক শিশু সহ দুজনের। অন্যদিকে পশ্চিম কার্বি আংলং জেলায় মারা গেছে একজন।(ছবি সৌজন্য- পিটিআই)
2/9

প্রশাসন সূত্রে খবর, কাছাড় জেলায় এখনও পর্যন্ত বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন আনুমানিক এক লক্ষ ২০ হাজার জন, নওগাঁও জেলায় ক্ষতিগ্রস্ত ৭৮ হাজার ৭৫৬, হোজাই জেলায় ক্ষতিগ্রস্ত ৭৭ হাজার ০৩০ জন। করিমগঞ্জ জেলায় ক্ষতিগ্রস্ত ৫২ হাজার ৬৮৪ জন ও হাইলকান্দি জেলায় ক্ষতিগ্রস্ত এক লক্ষ এক হাজার ৬৫ জন মানুষ।(ছবি সৌজন্য- পিটিআই)
3/9

এখনও পর্যন্ত কার্বি আংলং, ধেমাজি, হোজাই, কাছাড়, করিমগঞ্জ, ডিব্রুগড়, নওগাঁও, হাইলকান্দি, গোলাঘাট, কার্বি আংলং পশ্চিম এবং ডিমা হাসাও জেলার ২৫টি রাজস্ব সার্কেলের মোট ৫৬০টি গ্রাম এখনও জলমগ্ন রয়েছে। (ছবি সৌজন্য- পিটিআই)
4/9

অতিরিক্ত বৃষ্টির জেরে কপিলি, বারাক, কাটাখাল, খুশিয়ারা সহ বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়েছে বইছে। এর জেরে জলের তলায় চলে গেছে বন্যাদুর্গত এলাকাগুলির ৪ হাজার ৯৩১ হেক্টর জমির ফসল।(ছবি সৌজন্য- পিটিআই)
5/9

ইতিমধ্যেই বন্যাদুর্গতদের আশ্রয় দেওয়ার জন্য অসমের বিভিন্ন জায়গায় মোট ১৮৭টি ত্রাণ শিবির ও সরবরাহ কেন্দ্র খোলা হয়েছে যাতে এখনও পর্যন্ত ৬৮ হাজার ৬০০ জন মানুষ আশ্রয় নিয়েছেন। পাশাপাশি অনেক বন্যাদুর্গত মানুষ নিজের উদ্যোগে উঁচু ও নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। বন্যার জেরে মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোট এক কোটি ২৩ লক্ষ ৬৩টি গৃহপালিত পশু।(ছবি সৌজন্য- পিটিআই)
6/9

এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ, দমকল ও জরুরি পরিষেবা দফতর ও স্থানীয় প্রশাসন বন্যাদুর্গত এলাকায় উদ্ধার কাজ চালাছে। শুক্রবারই তারা ৬১৫ জন মানুষকে বন্যাদুর্গত এলাকা থেকে উদ্ধার করেছে। (ছবি সৌজন্য- পিটিআই)
7/9

প্রশাসন সূত্রে জানা গেছে,গত ২৪ ঘণ্টায় বন্যার জলের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি রাস্তা, প্রচুর স্বাস্থ্যকেন্দ্র, কালভার্ট, অঙ্গনওয়াড়ি স্কুল, স্কুল বিল্ডিং ও সেচের ক্যানাল। পাশাপাশি বাঁধ ভেঙেছে তিনটি।(ছবি সৌজন্য- পিটিআই)
8/9

ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালের কারণে ক্ষতিগ্রস্ত অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে মৃতদের পরিবারপিছু প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (ছবি সৌজন্য-পিটিআই)
9/9

ঘূর্ণিঝড় রেমালের জেরে জখম হওয়া মানুষদেরও ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (ছবি সৌজন্য- পিটিআই)
Published at : 01 Jun 2024 04:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























