এক্সপ্লোর
Northeast Flood Update: বন্যায় প্রিয়জনকে হারিয়ে ভেজা চোখেই ত্রাণ শিবিরে আশ্রয়, ভয়াবহ পরিস্থিতি অসম-মণিপুর-সিকিমে
Northeast Flood Situation: বন্যায় বিপর্যস্ত উত্তর পূর্ব ভারত, সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর
বন্যায় প্রিয়জনকে হারিয়ে ভেজা চোখেই ত্রাণ শিবিরে আশ্রয়, ভয়াবহ পরিস্থিতি অসম-মণিপুর-সিকিমে
1/11

প্রবল বর্ষণের জেরে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত। রিপোর্ট বলছে, প্রায় সাড়ে ৫ লক্ষ মানুষ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত। এদিকে বৃষ্টির জমা জলে ক্রমশ হাতছানি দিচ্ছে ডেঙ্গি। তার উপর ভূমিধস !
2/11

কীভাবে কোনদিক থেকে সামাল দেওয়া হবে পরিস্থিতি, তা নিয়ে উদ্বেগের মুখে ভুক্তভোগীরা। তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদি উত্তর-পূর্ব ভারতের বন্যায় প্লাবিত রাজ্যগুলির দিকে প্রয়োজনীয় সকল সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন।
3/11

শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, অসমে ৫.৩৫ লক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে বেড়ে মৃত্যুর সংখ্যাও। বন্যায় প্রাণ কেড়েছে ১১ জনের। অসমের প্রায় ১১ টি জেলা ভয়াবহ ক্ষতির মুখে।
4/11

যে সকল এলাকায় ঘরবাড়ি যায়নি জলের তলায়, সেখানে পানীয় জল নিয়ে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ্মীপুর জেলা-সহ প্লাবিত এলাকাগুলিতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন।
5/11

ইতিমধ্যেই প্রচুর মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের গরম খাবারও খেতে দেওয়া হয়েছে। বাচ্চাদের প্রতিও বিশেষ যত্ন নেওয়া হয়েছে। এদিকে একটানা ভারী বর্ষণে সড়ক, রেল এবং নদীপথ সবই প্রায় অবরুদ্ধ।
6/11

ANI সংবাদ সংস্থা সূত্রে খবর, মণিপুরের ইম্ফল উপত্যকায় ৯৪৪ জনকে উদ্ধার করা হয়েছে। ১৫০০ টি খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। ৪ হাজার বিশুদ্ধ জলের বোতল সরবারহ করা হয়েছে।
7/11

ভারতীয় সেনা এবং অসম রাইফেলস ইতিমধ্যেই একটি মেডিক্যাল টিম গঠন করেছে।মেডিক্য়াল ছাত্র-ছাত্রী, মেডিক্যাল কর্মীরা যুক্ত হয়েছে।
8/11

ইতিমধ্যেই বহু মানুষের চিকিৎসা চলছে।সিকিম ও অসমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালের সঙ্গে এবিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি জানিয়েছে, কেন্দ্র সব দিকে সাহায্য করবে।
9/11

অপরদিকে, ভূমিধসের জেরে মঙ্গলবার উত্তর সিকিম থেকে প্রায় ৩৪ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, M1-17 V5 হেলিকপ্টার ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে। ওই ৩৪ জনকে উদ্ধার করে প্যাকিয়ঙ বিমানবন্দরে (Pakyong Airport) নামিয়েছে।
10/11

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে যারা জখম অবস্থায় রয়েছেন, তাঁদের খেয়াল রাখছেন সেনাকর্তারা। ইতিমধ্যেই তাঁদের চিকিৎসা শুরু হয়েছে।
11/11

সূত্রের খবর, ভূমিধসের পর ছাতেনে ৩ সেনা জওয়ান নিহত। এখনও অবধি নিখোঁজ ৬ জওয়ান। উত্তর সিকিমে NDRF-এর ২৩ জনের একটি প্রতিনিধি দল উদ্ধারকার্য চালাচ্ছে।
Published at : 04 Jun 2025 07:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























