এক্সপ্লোর
Assam Flood Situation: ফুঁসছে ব্রহ্মপুত্র, বন্যায় বিপর্যস্ত অসম, প্রাণহানি অব্যাহত, নষ্ট বিঘের পর বিঘে কৃষিজমি
Assam Floods: প্রায় প্রত্যেক বছরই বন্যার প্রকোপ। এ বছরও রেহাই পেল না অসম।

ছবি: পিটিআই।
1/10

বর্ষা আসতে না আসতেই ফের বন্যায় বিপর্যস্ত অসম। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৫৮ জন মারা গিয়েছেন রাজ্যে। শনিবারই আরও ছ'জনের মৃত্যু হয়েছে।
2/10

বন্যা পরিস্থিতিতে অসমে ক্ষতিগ্রস্তের সংখ্যা প্রায় ২৪ লক্ষ। ৩৫৩৫টি গ্রাম জলমগ্ন হয়ে রয়েছে। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন মানুষজন।
3/10

জল আস্তে আস্তে নামতে শুরু করেছে বলে যদিও দাবি করছে রাজ্য প্রশাসন। এখনও বহু জায়গায় ঘর-বাড়ি জলে ডুবে রয়েছে। পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে।
4/10

শনিবার বিকেল পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৫৩ হাজার ৪২৯ মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় চাইছেন। ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত তাঁরা।
5/10

বন্যার প্রকোপ থেকে রেহাই পায়নি কাজিরাঙা জাতীয় অরণ্যও। সেখানে এখনও পর্যন্ত ১১৪ প্রাণীর মৃত্যু হয়েছে বলে খবর, যার মধ্যে রয়েছে ছয়টি গন্ডারও।
6/10

বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সবরকম ভাবে অসমের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
7/10

অসম সরকারের দাবি, এবছর উত্তর অসমেই বন্যার প্রকোপ সবচেয়ে বেশি। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে ভারী বৃষ্টির দরুণ অসমের সমতলভূমিতে জল ঢুকেছে বলে দাবি তাদের।
8/10

শনিবার বিকেল পর্যন্ত অসমের চার জায়গায় ব্রহ্মপুত্রের জলস্তর বিপদসীমার উপরেই রয়েছে। বারাক, বুরহি দিহিং, দিখৌ, দিচাং, ধানসিড়ি নদীর জলও একাধিক জায়গায় বিপদসীমার উপরেই রয়েছে।
9/10

আবহাওয়া দফতর জানিয়েছে, অন্যান্য বছরের তুলনায়, এবছর জুন মাসে ১২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে অসমে। আরও প্রায় এক সপ্তাহ বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে।
10/10

এবারের বন্যায় অসমের ৬৮ হাজার ৭৬৯ হেক্টর কৃষিজমি জলের নীচে চলে গিয়েছে। পরিকাঠামোর কত ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসেব নিকেশ কষা হচ্ছে। বন্যায় ৫৩টি বাঁধ ভেঙে গিয়েছে।
Published at : 07 Jul 2024 07:03 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
