Daily Astrology: টাকা ধার দিলে বিপদ বাড়তে পারে এই রাশির জাতকদের, কেমন কাটবে আপনার দিন?
Daily Astrological Prediction: এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
কলকাতা: আজ ২৮ অক্টোবর, শনিবার। কেমন যেতে পারে আপনার আজকের দিন (Daily Horoscope)? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
মেষ- যে কোনও পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি। পরিবারের সদস্যদের প্রত্যাশা বাড়বে। ভাইবোনদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
বৃষ- আত্মবিশ্বাস বজায় থাকবে আজ। নেশা সংক্রান্ত দ্রব্যে খরচ করবেন না। সামাজিক কাজে আগ্রহ বাড়বে। অবসর সময়কে কাজে লাগান।
মিথুন- পারিবারিক সমস্যার বিষয়ে স্ত্রীর সঙ্গে খোলাখুলি কথা বলুন। নিজেদের জন্য সময় বের করুন। সন্তানের সাফল্যে বাড়িতে খুশির পরিবেশ। বৈবাহিক জীবন সুখের হবে।
কর্কট- অফিসের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন। দীর্ঘমেয়াদি আর্থিক লাভের লক্ষ্যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। প্রয়োজনে পরিবারের সদস্যদের পাশে পাবেন। তৃতীয় কোনও ব্যক্তির কথায় অনুপ্রাণিত হবেন না।
সিংহ- আপনার প্রতিশ্রুতির প্রশংসা পাবেন আজ। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা। বন্ধুদের সঙ্গে সময় কাটবে। অবাস্তব চিন্তা নয়।
কন্যা- কাছের বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। বুঝে অর্থ ব্যয় করুন। নিজের মন ভাল থাকে এমন কাজ করুন। মোবাইলের জন্য সময়ের অপচয় হতে পারে।
তুলা- আর্থিক সমস্যা মিটতে পারে। ধৈর্য্য বাড়াতে হবে। আপনার মেজাজের কারণে পরিবারের কেউ আঘাত পেতে পারেন। বৈবাহিক জীবন সুখের হবে।
বৃশ্চিক- সন্তানের সঙ্গে সময় কাটান। বিনিয়োগের জন্য আদর্শ সময়। বাড়ির কোনও দায়িত্ব এড়িয়ে যাবেন না। স্বাস্থ্য ঠিক রাখতে হাঁটতে হবে রোজ।
ধনু- স্ত্রীর জন্য খুশির মুহূর্ত কাটবে। কাউকে টাকা ধার দেবেন। ধর্মীয় স্থানে যাওয়ার সম্ভাবনা। পরিবারের সদস্যদের ভরসার জায়গা হয়ে উঠবেন।
মকর- ওজন কমানোর লক্ষ্য নিতে পারেন। তাতে স্বাস্থ্য ভাল থাকবে। মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে। ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
কুম্ভ- ঘরের জন্য নতুন কিছু কিনতে পারেন। সন্তানের সময় কাটান। ভালবাসার মূল্য পাবেন আজ। অকারণে তর্কে জড়াবেন না। সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটবে।
মীন- স্বাস্থ্য ভাল থাকবে। বৈদ্যুতিন যন্ত্র সারাতে টাকা খরচ হতে পারে। রাগের কারণে মানসিক শান্তি নষ্ট হতে পারে। একসঙ্গে রান্না করতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।