Kalker Rashifal : আদৌ কি নির্বিঘ্নে কাটবে শুক্রবার ? মেষ-কন্যার কাল কী আছে ভাগ্যে ?
3 January 2025 Rashifal : মেষ থেকে কন্যা, রাশিচক্রের প্রথম ছয় রাশির শুক্ভারবারগ্যে কী আছে ? পড়ুন রাশিফলে...
মেষ রাশি (Mesh Rashi)- শুক্রবার ভালো কাটতে পারে মেষ রাশির জাতকদের। রাজনীতিকদের কিছু নেতার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। কোনো পুরস্কার পেলে মনোবল বাড়তে পারে। আবহাওয়ার বিপরীত প্রভাবে আপনার স্বাস্থ্যে সমস্যা হতে পারে। ধন-সংক্রান্ত কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকলে, তাও সহজেই পূরণ করতে পারবেন। কোনো সরকারি কাজ আটকে থাকলে, তা পূরণ হওয়ার সম্ভাবনা আছে।
বৃষ রাশি (Brisha Rashi)- বৃষ রাশির জাতকদের সব কাজ সহজেই পূরণ হবে। কোনো মনোরঞ্জনে সামিল হতে পারেন। পার্থিব সুখ-সুবিধা বাড়বে। সন্তানের জন্য কোনো ব্যবসা শুরু করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা আপনাকে বিভ্রান্ত করতে পারে। আপনার পরামর্শ মতো কাজ করবেন আপনার বস। যাতে আপনি খুশি হবেন। আপনার মনোবলও বাড়বে।
মিথুন রাশি (Mithun Rashi)- শুক্রবার প্রভাব-প্রতিপত্তি বাড়তে চলেছে মিথুন রাশির জাতকদের। ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হলে পরিবারের সদস্যরা খুশি হবেন। কোথাও ভ্রমণে যাওয়ার আগে আবশ্যক কাজগুলো শেষ করার দিকে মনোযোগ দিতে হবে।
কর্কট রাশি (Karkat Rashi)- কর্কট রাশির জাতকরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার সুবিধা পাবেন। চাকরি ও অর্থসম্পন্ন ব্যক্তিরা তাঁদের কাজে ঐক্যবদ্ধ থাকবেন। আপনাকে নিজের কাজে নজর দিতে হবে। সন্তান আপনার প্রত্যাশা পূরণ করবেন। দূরে থাকা কোনো আত্মীয়ের জন্য মন খারাপ হতে পারে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। কোনো পুরনো ভুল থেকে আপনাকে শিক্ষা নিতে হবে।
সিংহ রাশি (Singha Rashi)- সিংহ রাশির জাতকদের জন্য শুক্রবার দিনটি সামান্য হতে চলেছে। পারিবারিক খরচ বাড়তে থাকায় আপনার টেনশন হবে। সন্তান আপনার কাছে কোনো দাবি করতে পারে। পরিবারের বড় সদস্যদের সঙ্গে বসে ব্যবসা নিয়ে কথা বলতে পারেন। স্বাস্থ্যে ওঠা-নামা চলার কারণে, কাজে অলসতা আসতে পারে। পরের দিনে করার জন্য তা রেখে দিতে পারেন।
কন্যা রাশি (Kanya Rashi)- কন্যা রাশির জাতকরা শুক্রবার দিন দীর্ঘদিন আটকে থাকা কোনো কাজ শেষ করতে পারেন। কোনো কাজে আপনাকে সম্মানিত করা হতে পারে। যাতে পরিবারে কোনো সারপ্রাইজ পার্টির আয়োজন হতে পারে। সকলে প্রসন্ন হবেন। কারো কথায় খারাপ লাগলে টেনশন হতে পারে। কোনো বিষয় নিয়ে যদি ভাইয়ের উপ নির্ভরশীল হন, তাহলে আপনাকে তাঁর সঙ্গে কথা বলতে হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।