Ajker Rashiphal : আপনার স্বাস্থ্য কেমন থাকবে ? শিরঃপীড়ার কারণ কিছু আছে কাল ? কেমন কাটবে তুলা থেকে মীন রাশির
Kalker Rashiphal : তুলা থেকে মীন, কেমন কাটবে কালকের দিন
তুলা রাশি -কালকের রাশিফল (Tula Rashi)
কালকের দিনটি মন খুশি থাকার কথা। কাল নতুন গাড়ি নিয়ে আসতে পারেন বাড়িতে। মনে অশান্তি আসতে পারে সাময়িক। কারো থেকে টাকাপয়সা ধার নেওয়া থেকে বিরত থাকুন। অংশীদারি ব্যবসায় থাকলে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে নিন। পড়ুয়ারা কোনও গবেষণার সিদ্ধান্ত নেওয়ার আগে অপেক্ষা করুন।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi)
কালকের দিনটিতে কোনও বড় লক্ষ্যমাত্রার প্রতি দৃষ্টি রাখুন। পরিবারে আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। সন্তানের থেকে কোনও সুখবর শুনতে পাবেন। পড়ুয়াদের বৌদ্ধিক ও মানসিক চাপ থেকে মুক্তি মিলতে পারে। নিজের চারপাশের লোকজনের থেকে সাবধান থাকতে হবে। কারোর প্রতি ঈর্ষা বা দ্বেষবশত কিছু করবেন না। নয়তো সমস্যা হবে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi)
কাল আপনার মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা। অনেক দূরে যাত্রা করতে পারেন। পৈতৃক সম্পত্তি সম্পর্কিত মামলায় সাবধান থাকার দরকার। অনেক দিন থেকে কোনও কাজ আটকে থাকলে সম্পূর্ণ হতে পারে কাল। মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে আরও। তবে তাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi)
কালকের দিন সমস্যাবহুল হতে পারে। আর্থিক স্থিতি নিয়ে চিন্তা হবে। অনেকদিনের চিন্তা যদি আপনাকে ভোগায়, তা দূর হতে পারে। কোনও পুরনো বিরোধী আপনার কাজে বাধাসৃষ্টি করতে পারে। সহযোগীদের কাছে মনের কথা বলার সুযোগ মিলবে। পরোপকারে অংশ নিতে পারেন।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi)
ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকুন কাল। কোনও আইনি সমস্যা শিরঃপীড়ার কারণ হয়ে দাঁড়াবে। সন্তানকে দেওয়া কোনও প্রতিশ্রুতি সময় থাকতে রাখা দরকার। বাদ বিবাদে জড়িয়ে সমস্যা টেনে আনলে বিপদ। মা-বাবার আশীর্বাদে আপনার আটকে থাকা কাজ পূর্ণ হবে। ব্যবসা ভাল চলার কথা কাল। সরকারি চাকরির খবর আসতে পারে প্রত্যাশীদের কাছে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi)
কোনও বাদ-বিবাদ থেকে দূরে থাকুন মীন রাশির জাতকরা। আইনি বিষয়-আশয়ে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীদের জন্য ভাল খবর । লাভ হতে পারে। বয়স্কদের সঙ্গে পরামর্শ করবেন কোথাও আটকে পেলে।
কোন রাশির সাবধান থাকার দরকার কাল ? লাভ হওয়ার যোগ কাদের কাদের ? দেখুন মেষ থেকে কন্যা রাশির ফল
তথ্যসূত্র : এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।