April 2025 Grah Gochar : শনির সাড়েসাতি থেকে মুক্তি, আর্থিক লাভ-পদোন্নতি; এপ্রিলেই ৪ রাশিকে সাফল্যের শিখরে পৌঁছাতে জোট বাঁধছে একাধিক গ্রহ
Astrology: বুধ, সূর্য, শনি, শুক্র, রাহু মীন রাশিতে বিরাজমান। এই পরিস্থিতিতে এপ্রিল মাসে ৪টি রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে।

কলকাতা : এপ্রিল মাস শুরু হয়েছে। এপ্রিল মাসটি গ্রহগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এপ্রিলের প্রথম সপ্তাহে মীন রাশিতে (Pisces Zodiac Sign) একটি বড় আলোড়ন হতে চলেছে। এই সপ্তাহে, মীন রাশিতে ৬টি গ্রহের একটি বিস্ময়কর সমন্বয় তৈরি হয়েছে। বুধ, সূর্য, শনি, শুক্র, রাহু মীন রাশিতে বিরাজমান। এই পরিস্থিতিতে এপ্রিল মাসে ৪টি রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশিগুলো (Get to Know About Lucky Zodiac Signs) কী কী।
মেষ রাশি (Mesh Rashi) - মেষ রাশির জাতকদের জন্য এপ্রিল মাসটি ভাল হতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকারা সাফল্য পাবেন, আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। সিনিয়র এবং দলের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে, যার ফলে আরও ভাল কাজ হবে এবং আপনি আপনার বর্ধিত ব্যয় মেটাতে সক্ষম হবেন।
মিথুন রাশি (Mithun Rashi) - এপ্রিল মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই চমৎকার হতে চলেছে। এই মাসে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। চাকরি করলে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এ মাসে নতুন বাড়ি বা গাড়ি কেনার কথাও ভাবতে পারেন। আপনার কাজ সম্পন্ন হবে। আপনি একটি নতুন পথে এগিয়ে যাবেন।
কর্কট রাশি (Karkat Rashi) - এপ্রিল মাস কর্কট রাশির জাতকদের জন্য সম্পদ ও সাফল্য নিয়ে আসবে। এই মাসে কর্কট রাশির জাতকরা শনির প্রভাব থেকে মুক্তি পাবেন। যার কারণে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। অর্থ উপার্জনের নতুন মাধ্যম তৈরি হবে। জীবনে সুখ আসবে। ব্যবসায় নতুন পরিকল্পনা করার কথা ভাবতে পারেন।
মকর রাশি (Makar Rashi) - এপ্রিল মাসটি মকর রাশির জাতকদের জন্য বিশেষ হতে চলেছে। এরা শনির সাড়েসাতি থেকে মুক্তি পাবেন। এটি আপনার স্থবির কাজে গতি দেবে। স্বাস্থ্যের উন্নতি হবে। সাফল্য আপনার পায়ে চুম্বন করবে। আর্থিক অবস্থার দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য লাভজনক হবে। চাকরিজীবীরা প্রোমোশনের সুযোগ পেতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



















