Chhok Bhanga 6Ta: নৈরাজ্যের বাংলাদেশ। ডেপুটি হাই কমিশনের দফতরে হামলার জের | ABP Ananda Live
ABP Ananda LIVE : শেখ হাসিনা বিরোধী ছাত্র নেতার খুন ঘিরে বাংলাদেশে ফের নৈরাজ্য। হামলা হয়েছে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস ও ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরেও। এই আবহে চট্টগ্রামের ভিসা সেন্টার বন্ধ করে দিল ভারত। অন্যদিকে ময়মনসিংহে যুবককে খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ১০
মতুয়াদের CAA-'উদ্বেগ', ৬ বছরে যা হয়নি, ২ মাসে কি তা সম্ভব? SIR আবহে বড় প্রশ্ন
২০১৯ সালের ১২ ডিসেম্বর, আইনে পরিণত হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল। কিন্তু ৬ বছরেও কেন CAA সার্টিফিকেট পাননি মতুয়া সম্প্রদায়ের সবাই? SIR আবহে জোরালো হয়ে উঠছে এই প্রশ্ন। মতুয়াদের পাশে আসলে কে? তা নিয়েও চলছে দড়ি টানাটানি।
একদিকে বিধানসভা ভোটের দামামা বেজে গেছে। অন্যদিকে জোরকদমে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। এই পরিস্থিতিতে ফের যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, তা হল - CAA, নাগরিকত্ব সংশোধনী আইন। SIR আবহে ভোটার তালিকায় নাম রাখার জন্য মতুয়া সম্প্রদায়ের কাছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ CAA সার্টিফিকেট থাকলে, তবেই নাগরিকত্বের পরিচয় পাবে তারা।
গাইঘাটা মতুয়াবাড়ির সদস্য ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, আমাদের আবেদন হচ্ছে, স্বরাষ্ট্র দফতরের (মন্ত্রকের) কাছে এবং প্রধানমন্ত্রীর দফতরের কাছে, যে এই মানুষগুলো যারা দু'দিন পরে পাবে, কাল কেন পাবে না? বা আজকে পাবে? তাঁদের ফাস্ট ট্র্যাক করা হোক। ২০১৯ সালে, দ্বিতীয় বার ক্ষমতায় এসে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। ওই বছর ১২ ডিসেম্বর, তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী বিল। যদিও এরপর CAA-র বিজ্ঞপ্তি জারি করতেই প্রায় ৪ বছর সময় চলে যায়। ফলে প্রশ্ন হচ্ছে, আইন হওয়ার ৬ বছরেও কেন সব মতুয়া নাগরিকত্বের শংসাপত্র পেলেন না?
All Shows






























