এক্সপ্লোর

Astro Tips : আজ কোন শুভকাজ করবেন ? বাইরে যাত্রা-ই বা কেমন

Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ২৬ মাঘ, ১০ ফেব্রুয়ারি-

সূর্যোদয়- সকাল ৬টা ১৮ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫ টে ২৫ মিনিট

বারবেলাদি- ৯:০৫, ১১:৫২

কালরাত্রি- ৮:৩৯, ১০:১৫

যাত্রা- শুভ, উত্তরে ও পশ্চিমে নিষেধ, গতে যাত্রা নেই

শুভকাজ- গাত্রহরিদ্রা, নামকরণ, দীক্ষা

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ রাশি
আপনার জন্য শুভ দিন হবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।  ধর্মীয় ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করুন,  সবাই খুব খুশি হবে। আপনার মন শান্তি পাবে। যে যুবকরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের পরিশ্রম সার্থক হবে। কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। যারা সমাজের উন্নতির জন্য কাজ করেন, আগামীকাল তাদের সম্মান বৃদ্ধি পাবে। 

বৃষ রাশি 
আনন্দের দিন হতে চলেছে। ব্যবসায় উন্নতির লক্ষণ। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। কেনাকাটা করতে পারেন। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন এবং নিজের পাশাপাশি অন্যের কাজেও হাত লাগাতে পারেন। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। সিনিয়র সদস্যদের আশীর্বাদে নতুন কাজ শুরু করতে পারেন। যে যুবকরা পৈত্রিক ব্যবসা করছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তাতে কিছু পরিবর্তন আনার কথা। প্রেমিকের সাথে আনন্দের মুহূর্ত কাটাবেন। ছাত্র-ছাত্রীদের পরিশ্রমের সাথে পড়াশুনা করতে দেখা যাবে। ঘরে নতুন অতিথির আগমন ঘটবে, যার কারণে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। মায়ের সঙ্গ পাবেন।

মিথুন রাশি
এই রাশির জাতকরা আর্থিক দিক থেকে ভাগ্যশালী হতে পারেন। আয়ের ক্ষেত্রে গ্রহগুলির অবস্থান ইতিবাচক উদ্যম দারুণ পরিণাম নিয়ে আসতে পারে। আর্থিক টানাটানির অবসান হতে পারে। আর্থিক দিক থেকে এ মাস ভালো হতে পারে। আচমকা লাভের সম্ভাবনা। তবে লাভ পেতে আলস্যের শিকল ভেঙে বেরোতে হবে। কর্মঠ হলে ভাগ্যোন্নতির সম্ভাবনা প্রবল। 


কর্কট রাশি 
 ভাগ্যোন্নতির সম্ভাবনা এই রাশির জাতকেরও।  চাপ কমে আসতে পারে, ফলে কাজের ওপর মনোনিবেশ বাড়বে ও পরিস্থিতি ভালো হতে শুরু করতে পারে। যাঁরা নতুন নতুন চিন্তাভাবনা করেন, তাঁদের সৃষ্টিশীলতা দেখাতে হবে। আর্থিক ব্যয় বেশি হতে পারে। সেইসঙ্গে ঋণগ্রহণের পরিকল্পনাও চলতে পারে। ব্যবসায়ীরা অংশীদারিত্বে কাজ করতে পারেন, এতে লাভের সম্ভাবনা। প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্তরা শুভ ফল পেতে পারেন। 

সিংহ রাশি 
উপার্জনের জন্য গৃহীত পরিকল্পনায় সাফল্য আসতে পারে। মনোমতো সাফল্য পেতে পারেন। ভাগ্য সহায় থাকায় লাভের সুযোগে বৃদ্ধি ঘটতে পারে।  সময় ভালো হতে পারে। যে কর্ম আগে সম্পূর্ণ হয়েছে, কিন্তু ফল আসেনি, তার পরিণাম  মিলতে পারে। সঞ্চিত কর্মের ফলই ভাগ্য হিসেবে প্রতিভাত হবে। 

কন্যা রাশি
 বাড়তি পরিশ্রম হতে পারে। যাঁরা বিদেশে ব্যবসা করেন বা বহুজাতিক সংস্থায় কর্মরত, তাঁদের জন্য সময়টা ভাল। পেশা ও ব্যক্তিগত জীবনে সামঞ্জস্য বজায় রাখা জরুরি। যাঁরা দীর্ঘদিন ধরে কর্মহীন, তাঁরা পছন্দের চাকরি পেতে পারেন। এর ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং দেনা মেটাতে সক্ষম হবেন। প্রেমের সম্পর্কে উন্নতি হবে। বিবাহিত দম্পতিদের মধ্যে কোনও বিষয়ে সামান্য বচসা হতে পারে।

তুলা রাশি
কর্মদক্ষতা ও উৎপাদন ক্ষমতা বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে মোটের উপর ভাল যেতে পারে। অফিসে সহকর্মীদের সহায়তা পাবেন। আর্থিকভাবে ভাল যেতে। কোনও আইনি লড়াইয়ে জয় পেতে পারেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।

বৃশ্চিক রাশি
যে কোনও কাজে প্রত্যাশিত ফল পেতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। নতুন কোনও চাকরির সুযোগ আসতে পারে। সামাজিক অবস্থানেরও উন্নতি হতে পারে। ভাই-বোনের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে। সংবাদমাধ্যমের কর্মী, বিনোদন জগৎ, অভিনয়ের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের সাফল্য পাওয়ার আশা আছে। শিল্পকলা, সাহিত্য, অভিনয়ের প্রতি ঝোঁক বাড়তে পারে।

ধনু রাশি
 পেশাদার ক্ষেত্রে নতুন কিছু শুরু করলে ভাল আর্থিক সম্ভাবনা রয়েছে। পেশায় কোনও উদ্যোগ আপনার কর্মজীবনকে উন্নত করতে পারে। অতীতে যদি কোনও অসুস্থতা আপনার উদ্বেগের কারণ হয়ে থাকে, তাহলে এবার তা বিদায় জানানোর সময় হয়েছে। পারিবারিক ক্ষেত্রে অপরিসীম আনন্দ এবং পরিপূর্ণতা প্রত্যাশিত। বন্ধুর দ্বারা আয়োজিত মজার ভ্রমণের অংশ হতে পারেন।

মকর রাশি
 ভাল বিনিয়োগ আর্থিক ক্ষেত্রে আপনার বৃদ্ধি নিশ্চিত করবে। আপনার ম্যান ম্যানেজমেন্ট দক্ষতা কর্মীদের জটিল সমস্যা সমাধানে সাহায্য করবে। কারও কারও ক্ষেত্রে রুটিন মেডিকেল চেক-আপ প্রয়োজন। বাড়িতে একত্রে সুখ পাওয়া যাবে।

কুম্ভ রাশি
 আপনি আপনার জীবনযাত্রার মানকে প্রভাবিত না করেই অপচয় রোধ করতে সক্ষম হবেন। কেউ কেউ ভাল বেতনের কাজ পেতে পারেন। যারা খেলাধুলা করেন, তাঁরা চমৎকার ফর্মে থাকবেন। কেউ আপনার সাহায্যের জন্য আসছেন এবং তাতে আপনার মনোবল বাড়বে।

মীন রাশি 
কথাবার্তায় নম্রতা বজায় রাখা প্রয়োজন। তবেই কাজে সাফল্য আসবে। বিদেশ থেকে চাকরি বা ব্যবসার সুযোগ পেতে পারেন।  যুবসমাজের ইতিবাচক মনোভাব রাখা প্রয়োজন। তাতেই লক্ষ্যপূরণ হবে। মীন রাশির জাতকদের আজ কানে ব্যথার সমস্যা হতে পারে। পরিবারের ছোট বাচ্চাদের বিশেষ যত্ন নেওয়া উচিত। শিশুদের স্বাস্থ্যের দ্রুত অবনতি হয়, সেদিকে খেয়াল রাখুন। আজ স্ত্রীর সঙ্গে সম্পর্কের মাধুর্য ও গভীরতা বাড়তে পারে। যদি কোনও ঝগড়া বা ঝামেলা চলতে থাকে তবে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: জ্বলছে বাংলাদেশ, শান্তি কামনায় আজ বিশ্বের সবকটি ইসকন সেন্টারে হবে প্রার্থনা
জ্বলছে বাংলাদেশ, শান্তি কামনায় আজ বিশ্বের সবকটি ইসকন সেন্টারে হবে প্রার্থনা
Bangladesh News: অফিস থেকে বেরতেই ঘিরে ধরে হেনস্থা, বাংলাদেশে আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক
অফিস থেকে বেরতেই ঘিরে ধরে হেনস্থা, বাংলাদেশে আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক
LPG Price Hike: মাসের শুরুতেই ফের দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের, কলকাতায় কত দামে পাবেন ?
মাসের শুরুতেই ফের দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের, কলকাতায় কত দামে পাবেন ?
Bus Service: নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও বাস দাঁড়াবে না! কী কী বদল শহরের বাস-পরিষেবায়?
নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও বাস দাঁড়াবে না! কী কী বদল শহরের বাস-পরিষেবায়?
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh News: অনুপ্রবেশের অভিযোগে কৃষ্ণগঞ্জে পাকড়াও ১ মহিলা-সহ বাংলাদেশের ৪ নাগরিক | ABP Ananda LIVEBangladesh News: আজ বিশ্বজুড়ে সব শাখায় প্রার্থনা এবং কীর্তনের আয়োজন ইসকনের | ABP Ananda LIVEBangladesh News: ভারতে এসে নাম ভাঁড়িয়ে, পাসপোর্ট-আধার ! কেন নাম-পরিচয় লুকিয়ে শহরে ঘাঁটি ? | ABP Ananda LIVEHumayun Kabir: 'দলীয় নেতাদের দড়ি টানাটানির কারণেই থমকে মুর্শিদাবাদের উন্নয়ন', বেলাগাম হুমায়ুন কবীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News LIVE Updates: জ্বলছে বাংলাদেশ, শান্তি কামনায় আজ বিশ্বের সবকটি ইসকন সেন্টারে হবে প্রার্থনা
জ্বলছে বাংলাদেশ, শান্তি কামনায় আজ বিশ্বের সবকটি ইসকন সেন্টারে হবে প্রার্থনা
Bangladesh News: অফিস থেকে বেরতেই ঘিরে ধরে হেনস্থা, বাংলাদেশে আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক
অফিস থেকে বেরতেই ঘিরে ধরে হেনস্থা, বাংলাদেশে আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক
LPG Price Hike: মাসের শুরুতেই ফের দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের, কলকাতায় কত দামে পাবেন ?
মাসের শুরুতেই ফের দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের, কলকাতায় কত দামে পাবেন ?
Bus Service: নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও বাস দাঁড়াবে না! কী কী বদল শহরের বাস-পরিষেবায়?
নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও বাস দাঁড়াবে না! কী কী বদল শহরের বাস-পরিষেবায়?
Gautam Adani: 'প্রতিটা আঘাত আমাদের আরও শক্তিশালী করে', ঘুষকাণ্ডের অভিযোগে পাল্টা জবাব আদানির
'প্রতিটা আঘাত আমাদের আরও শক্তিশালী করে', ঘুষকাণ্ডের অভিযোগে পাল্টা জবাব আদানির
Bangladesh News: বাংলাদেশে গিয়ে হামলার শিকার বেলঘরিয়ার যুবক, হিন্দু পরিচয় পেয়ে ছুরি নিয়ে হামলা
বাংলাদেশে গিয়ে হামলার শিকার বেলঘরিয়ার যুবক, হিন্দু পরিচয় পেয়ে ছুরি নিয়ে হামলা
Train Cancelled: ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা, একাধিক লোকাল-এক্সপ্রেস ট্রেন বাতিল হাওড়া শাখায়
ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা, একাধিক লোকাল-এক্সপ্রেস ট্রেন বাতিল হাওড়া শাখায়
Howrah Train: এবার থেকে চকচকে থাকবে ট্রেনের বালিশ-কম্বল, যাত্রীদের জন্য থাকছে এই বিশেষ ব্যবস্থা
এবার থেকে চকচকে থাকবে ট্রেনের বালিশ-কম্বল, যাত্রীদের জন্য থাকছে এই বিশেষ ব্যবস্থা
Embed widget