Astro Tips : যাত্রা আজ শুভ, কিন্তু জরুরি কাজে কোন দিকে যাওয়া ঠিক হবে না ?
Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ২৯ শ্রাবণ, ১৫ অগাস্ট -
সূর্যোদয়- সকাল ৫টা ১৬ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬টা ৮ মিনিট
বারবেলাদি- ৬:৫২ গতে ৮:২৯ মধ্যে ও ১:১৮ গতে ২:৫৫ মধ্যে
কালরাত্রি- ৭:৩১ গতে ৮:৫৫ মধ্যে
যাত্রা- শুভ উত্তরে ও পশ্চিমে নিষেধ, দিবা ৮:৪২ গতে দক্ষিণেও নিষেধ, দিবা ১২:১৮ গতে মাত্র উত্তরে ও পশ্চিমে নিষেধ, দিবা ২:৫৫ গতে যাত্রা নেই
শুভকাজ- নেই
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- মানসিক শান্তি বজায় রাখুন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। নতুন কিছু শুরুর উদ্যোগ নিতে পারেন। সঙ্গীর সঙ্গে ইতিবাচক বিষয়ে আলোচনা করুন। সঙ্গীর আচরণে মনখারাপ হতে পারে। বৈবাহিক জীবনে অশান্তি বাড়বে।
বৃষ- উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে সতর্ক থাকতে হবে। আর্থিক লাভের মুখ দেখতে পারেন। আপনার বিশ্বাসভঙ্গ করতে পারেন কেউ। সম্পর্ক ভাল রাখতে সঙ্গীর সঙ্গে কথা বলুন। তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না।
মিথুন- ধর্মীয় কাজে মন দিন। দিন যত এগোবে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা। সৃজনশীল কাজে যাঁরা যুক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ।
কর্কট- পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবলে উদ্বেগ দূর হবে। কোনও আত্মীয়র থেকে আর্থিক সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। সঙ্গীর সঙ্গে সময় কাটান।
সিংহ- শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। কোনও স্পোর্টসে অংশ নিতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। পেশাগত দিক থেকে উন্নতির সম্ভাবনা।
কন্যা- রিয়েল এসেস্টে বিনিয়োগ নয়। বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় থাকবে। কাজে সহকর্মীদের সাহায্য পাবেন। পরিকল্পনা বাস্তবায়িত নাও হতে পারে।
তুলা- ভাল থাকতে সঠিক ডায়েট মেনে চলুন। আর্থিক বিষয়ে সতর্ক হন। বাবা মায়ের সঙ্গে খুশির সময় ভাগ করে নিন। সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। অযথা তর্ক নয়।
বৃশ্চিক- নেতিবাচক ভাবনা আসতে দেবেন না। আর্থিক দিক থেকে শুভ দিন। লাভের মুখ দেখতে পারবেন। সঙ্গীকে অবহেলা নয়। সন্তানের সঙ্গে ভাল সময় কাটবে।
ধনু- মানসিক শান্তি বজায় রাখতে ধর্মীয় কাজে মন দিতে পারেন। যোগব্যায়াম করতে পারেন। নতুন কাজের সন্ধানের জন্য আদর্শ সময়। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।
মকর- আর্থিক বিষয়ে নজর দিন। অযথা অতিরিক্ত ব্যয় নয়। সম্পর্ক বজায় রাখতে ক্ষমা করতে শিখুন। অবসর সময়ে সিনেমা দেখতে পারেন। কোনও কথা বলার সময় শান্ত থাকার চেষ্টা করুন।
কুম্ভ- উচ্চ ক্যালোরিযুক্ত খাবার একেবারেই না। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে পারে। কাজে দক্ষতা বাড়বে।
মীন- আর্থিক দিক থেকে ঝুঁকি আসতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। অনেক দিন ধরে বকেয়া কোনও কাজ মিটবে আজ। বন্ধুদের সঙ্গে সময় কাটবে