Astro Tips : আজ কোন কোন শুভকাজ করতে পারেন ? বাইরে যাত্রা কেমন
Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ৭ ফাল্গুন, ২০ ফেব্রুয়ারি-
সূর্যোদয়- সকাল ৬টা ১২ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫ টে ৩১ মিনিট
কালবেলাদি- ৭:৩৭, ৯:২, ২:৪১, ৪:৬
কালরাত্রি- ১০:১৬, ১১:৫১
যাত্রা- শুভ, পূর্ব নিষেধ, গতে ঈশানে বায়ুকোণে নিষেধ
শুভকাজ- দীক্ষা, সাধভক্ষণ, কুমারীনাসিকাবেধ, ক্রয়বাণিজ্য
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে সাপ্তাহিক রাশিফল-
মেষ: এই সপ্তাহে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন আপনি। আপনার এনার্জিও তুঙ্গে থাকবে। সপ্তাহের শুরুতে সামাজিক মেলামেশা হবে, বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। নতুন কোনও ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে। সপ্তাহের মাঝে কাজ সংক্রান্ত বিষয়গুলি ঠিকমতো মিটবে। সহজেই কাজ করতে পারবেন, হাতে থাকা কাজ সময়ে শেষ করতে পারবেন। কাজ দেখিয়ে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। যার ফলে ভবিষ্যতে আরও ভাল সুযোগ আসতে পারে। সপ্তাহের শেষভাগে শরীরের দিকে খেয়াল রাখুন।
বৃষ: এই সপ্তাহে নতুন নতুন চ্যালেঞ্জ আসতে পারে। কোনও কিছু নিয়ে মানসিকভাবে ব্য়স্ত থাকতে পারেন। দায়িত্ব পালন করা নিয়ে চাপে থাকতে পারেন। যদি মন শক্ত রাখেন, মাথা ঠান্ডা রাখেন তাহলে সহজেই এগুলি এড়িয়ে যেতে পারেন। সপ্তাহের শুরুটা একটু কঠিন হতে পারে। স্ট্রেস অনুভব করতে পারেন। সপ্তাহের মাঝের সময়টা একটু বিশ্রাম নেওয়ার সুযোগ আসবে। সপ্তাহের শেষদিকে সম্পর্কগুলো আরও মজবুত করতে মন দিন।
মিথুন: সামনের সপ্তাহ অত্যন্ত ব্যস্ত হতে পারে। তবে এনার্জি থাকবে আপনার, হাতে অনেক কাজও থাকবে। যদি সব গুছিয়ে চলেন, তাহলে সব জমে থাকা কাজ শেষ করতে পারবেন। সপ্তাহের শুরুর দিকে কেরিয়ারে দিকে মনযোগ দেওয়ার ভাল সময়। নতুন কোনও কাজের সুযোগ পেতে পারেন, সেগুলির ব্যবহার করুন। সপ্তাহের মাঝে পরিবারের সঙ্গে সময় কাটান। সপ্তাহের শেষভাগে আর্থিকদিকে মনোযোগ দেওয়ার জন্য ভাল সময়। হঠাৎ কোনও খরচ আসতে পারে, সেদিকটা সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকুন।
কর্কট: মনের দিকে খেয়াল রাখতে হবে আপনাকে। কখনও কখনও নিজেকে বিভ্রান্ত মনে হতে পারে। তখন মাথা ঠান্ডা রেখে, কিছুটা সময় দিতে পারেন নিজেকে। পছন্দের সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটান। কর্মক্ষেত্রে নিজের জায়গা আরও ভাল করার জন্য কাজ করতে পারেন। আপনার পরিশ্রমমের ফল মিলবে। কাজের জায়গায় নতুন সুযোগ মেলার সম্ভাবনা। পুরনো কোনও সম্পর্কের কথা মনে হতে পারে। প্রয়োজনে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
সিংহ: এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস নতুন করে ফিরে আসতে পারে। গত কয়েকদিন যার কোনওভাবে অভাব বোধ করছিলেন। এই সপ্তাহে জীবনবোধ সংক্রান্ত নতুন কোনও ভাবনা আপনার মনে আসতে পারে। কাজের ক্ষেত্রে নতুন কোনও সুযোগ আসবে, নতুন কোনও দক্ষতা শিখতে পারবেন। আপনার কর্মকুশলতা নজরে পড়বে, প্রোমোশনও মিলতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আরও বোঝাপড়া ভাল হবে। নিজের মনের কথা বলার জন্য় ভাল সময় এটি।
কন্যা: কোনও জায়গায় আটকে রয়েছেন বলে মনে হচ্ছে আপনার। এই সপ্তাহের নতুন কোনও আশা জাগবে আপনার মনে। নিজের কমফোর্ট জ়োন ছেড়ে বেরিয়ে এলে সাফল্য মিলতে পারে। কাজের ক্ষেত্রে স্ট্রেস থাকতে পারে আপনার। কিন্তু মনোযোগ ও দক্ষতা আপনার কাজে সাহায্য করবে। নিজের পরিশ্রমের জন্য পুরস্কৃত হতে পারেন আপনি। এই সপ্তাহে প্রয়োজনে নতুন লোকজনের সঙ্গে আলাপ করুন, যা কাজের ক্ষেত্রে আপনাকে সুবিধা দেবে। পছন্দের সঙ্গীর সঙ্গে মনের কথা খুলে বলুন। মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
তুলা: এই সপ্তাহে প্রিয়জনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হতে পারে। যদিও এতে বেশি সময় খরচ করলে কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবন প্রভাবিত হতে পারে। কাজের দিকে মনোযোগী থাকতে হবে। কিছু অপ্রত্যাশিত প্রতিবন্ধকতা এলেও শান্ত থেকে মোকাবিলা করতে হবে। মানসিকভাবে চাপ অনুভব করলেও শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। ব্যক্তিগত জীবনে সঙ্গীর সঙ্গে কথা বলুন। তাঁদের প্রতি আরও বেশি মনোযোগ দিন। আপনার প্রিয়জন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তাঁর পাশে থাকুন।
বৃশ্চিক: আপনি আপনার কাজের জায়গায় কিছু অপ্রত্যাশিত বিপত্তির সামনে পড়তে পারেন, যা আপনার আত্মবিশ্বাসে ধাক্কা দিতে পারেন। তবুও এতে হতাশ হবেন না। কাজ করতে থাকুন, এই চ্যালেঞ্জ সহজেই কেটে যাবে৷ ব্যক্তিগত জীবন ভাল হতে চলেছে। নতুন কারও সঙ্গে যোগাযোগ হতে পারে অথবা বর্তমানে সম্পর্ক রয়েছে এমন কারও সঙ্গে আরও যোগাযোগ ভাল হতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ঠিকমতো খাবার খান, শরীরচর্চার অভ্যাস করুন।
ধনু: এই সপ্তাহে একাধিক নতুন বিষয় হতে চলেছে। আপনি কোনও নতুন প্রকল্প শুরু করতে পারেন। নিজের সেরাটি তুলে ধরতে পারেন আপনি। নিকটজনের সঙ্গে কোনওরকম দ্বন্দ্ব হতে পারে আপনার। তবে আগে থেকে সমস্যা সামলে নিতে পারবেন, যদি ঠিকমতো কথা বলেন। ঠিকমতো কথা বললে সহজেই সম্পর্ক ভাল থাকতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হতে হবে। নিজের যত্ন নিজেকেই নিতে হবে। প্রয়োজনে শরীরচর্চা করতে হবে।
মকর: এই সপ্তাহে, আপনাকে আপনার আর্থিক বিষয়ে মনোযোগ দিতে হবে। হঠাৎ খরচ বাড়তে পারে কিন্তু আয়-ব্যায়ের ভারসাম্য বজায় রাখুন। আগেভাগে পরিকল্পনা থাকলে এই সমস্যা এড়িয়ে চলতে পারেন। নিজের পরিবারের দিকে খেয়াল রাখুন। কাজের বিষয়ে অতিরিক্ত জড়িয়ে পড়ছেন, কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখুন। মানসিক অশান্তিও অনুভব করতে পারেন এই সপ্তাহে। তবে সময়ের সঙ্গে সেসব কাটিয়ে উঠবেন।
কুম্ভ: আগামী সপ্তাহে নিজের স্বাস্থ্য়ের দিকে খেয়াল রাখুন। নিজের প্রতি সময় দিতে হবে। কর্মক্ষেত্রে বেশ কিছু চ্য়ালেঞ্জের সম্মুখীন হতে পারেন, সেগুলি ঠিকমতো সেরে ফেলতে পারবেন। কাজের ক্ষেত্রে ভুলচুক হলেও সেসব নিয়ে ভেঙে পড়বেন না। আর্থিক লগ্নি নিয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। ব্যক্তিগত পরিসরে আপনাকে নিজের সম্পর্কের দিকে মনোনিবেশ করতে হবে। নতুন কোনও প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে।
মীন: এই সপ্তাহে, আপনাকে আপনার মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। ঠান্ডা মাথায় কথাবার্তা বলুন। আর্থিক টানাপড়েনের ঝুঁকি রয়েছে। তবে এই পরিস্থিতি শীঘ্রই কেটে যাবে। কোনও বিনিয়োগ করার আগে সতর্ক থাকুন। প্রিয়জনের সঙ্গে আরও বেশি সময় কাটান। আপনার সম্পর্ককে শক্তিশালী করার জন্য় এটি ভাল সপ্তাহ।
ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।