Astro Tips: আজ কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে শুভ মুহূর্ত রয়েছে কখন ? যাত্রা কেমন ?
Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১০ কার্তিক, ২৮ অক্টোবর -
সূর্যোদয়- সকাল ৫টা ৪৩ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫টা ০ মিনিট
কালবেলাদি- ৭:৮ মধ্যে ও ১২:৪৬ গতে ২:১১ মধ্যে ও ৩:৩৫ গতে ৫:০ মধ্যে
কালরাত্রি- ৬:৩৫ মধ্যে ও ৪:৮ গতে ৫:৪৪ মধ্যে
যাত্রা - নেই, রাত্রি ১:৫৬ গতে যাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে নিষেধ, শেষরাত্রি ৪:৮ গতে পুনঃ যাত্রা নেই
শুভকাজ- দিবা ২:১১ গতে ৩:৩৫ মধ্যে বিপণ্যারম্ভ
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল-
মেষ- যে কোনও পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি। পরিবারের সদস্যদের প্রত্যাশা বাড়বে। ভাইবোনদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
বৃষ- আত্মবিশ্বাস বজায় থাকবে আজ। নেশা সংক্রান্ত দ্রব্যে খরচ করবেন না। সামাজিক কাজে আগ্রহ বাড়বে। অবসর সময়কে কাজে লাগান।
মিথুন- পারিবারিক সমস্যার বিষয়ে স্ত্রীর সঙ্গে খোলাখুলি কথা বলুন। নিজেদের জন্য সময় বের করুন। সন্তানের সাফল্যে বাড়িতে খুশির পরিবেশ। বৈবাহিক জীবন সুখের হবে।
কর্কট- অফিসের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করুন। দীর্ঘমেয়াদি আর্থিক লাভের লক্ষ্যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। প্রয়োজনে পরিবারের সদস্যদের পাশে পাবেন। তৃতীয় কোনও ব্যক্তির কথায় অনুপ্রাণিত হবেন না।
সিংহ- আপনার প্রতিশ্রুতির প্রশংসা পাবেন আজ। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা। বন্ধুদের সঙ্গে সময় কাটবে। অবাস্তব চিন্তা নয়।
কন্যা- কাছের বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। বুঝে অর্থ ব্যয় করুন। নিজের মন ভাল থাকে এমন কাজ করুন। মোবাইলের জন্য সময়ের অপচয় হতে পারে।
তুলা- আর্থিক সমস্যা মিটতে পারে। ধৈর্য্য বাড়াতে হবে। আপনার মেজাজের কারণে পরিবারের কেউ আঘাত পেতে পারেন। বৈবাহিক জীবন সুখের হবে।
বৃশ্চিক- সন্তানের সঙ্গে সময় কাটান। বিনিয়োগের জন্য আদর্শ সময়। বাড়ির কোনও দায়িত্ব এড়িয়ে যাবেন না। স্বাস্থ্য ঠিক রাখতে হাঁটতে হবে রোজ।
ধনু- স্ত্রীর জন্য খুশির মুহূর্ত কাটবে। কাউকে টাকা ধার দেবেন। ধর্মীয় স্থানে যাওয়ার সম্ভাবনা। পরিবারের সদস্যদের ভরসার জায়গা হয়ে উঠবেন।
মকর- ওজন কমানোর লক্ষ্য নিতে পারেন। তাতে স্বাস্থ্য ভাল থাকবে। মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে। ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
কুম্ভ- ঘরের জন্য নতুন কিছু কিনতে পারেন। সন্তানের সময় কাটান। ভালবাসার মূল্য পাবেন আজ। অকারণে তর্কে জড়াবেন না। সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটবে।
মীন- স্বাস্থ্য ভাল থাকবে। বৈদ্যুতিন যন্ত্র সারাতে টাকা খরচ হতে পারে। রাগের কারণে মানসিক শান্তি নষ্ট হতে পারে। একসঙ্গে রান্না করতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।