Astro Tips : আজ কি কোনও শুভকাজ করা ঠিক হবে ?
Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ২১ পৌষ, ৬ জানুয়ারি-
সূর্যোদয়- সকাল ৬টা ২৪ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫ টে ০২ মিনিট
বারবেলাদি- ৯:০৪, ১১:৪৩
কালরাত্রি- ৮:২৩, ১০:৩,
যাত্রা- নেই
শুভকাজ- নেই
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
আসুন জেনে নেওয়া যাক জানুয়ারি মাস কোন কোন রাশির জীবনে সমস্যা আনতে চলেছে-
- মেষ- জানুয়ারি মাসে প্রচুর চড়াই-উতরাইয়ের মধ্যে দিতে যেতে হবে মেষ রাশির জাতক-জাতিকাদের। লক্ষ্যে পৌঁছতে এই মাসে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। বিশেষ করে, কেরিয়ারের জন্য। এ মাসে নিজের ভাবনার ওপর আপনার নিয়ন্ত্রণও থাকবে না। সহযোগীদের থেকেও এমাসে সাহায্য মিলবে না মেষ রাশির জাতক-জাতিকাদের। এছাড়া এই সময়ে আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।
- বৃষ- জানুয়ারি মাসে আপনাকে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনও তাড়াহুড়ো করবেন না। কোনও বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার সময় ভাষার ওপর সংযম রাখুন। অন্যথা, ছোটখাট বিষয়ে সম্পর্কে জটিলতা তৈরি হতে পারে। মাসের শুরুতে বাড়ির বড়দের সঙ্গে আলোচনার প্রয়োজন পড়তে পারে। কেরিয়ারের ক্ষেত্রে এই সময়টায় গ্রহ-নক্ষত্রের অবস্থান সুবিধাজনক নাও থাকতে পারে বৃষর ক্ষেত্রে। কিন্তু, হার মানলে হবে না। স্বাস্থ্যের ক্ষেত্রেও এই মাসটা আপনার পক্ষে একটু সমস্যাবহুল। অবহেলার কারণে একাধিক রোগের সম্মুখীন হতে হবে।
- কর্কট- নিজের জীবন ও কেরিয়ারে নজর দিন । কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য মিলবে না। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সমস্যা হতে পারে।
- সিংহ- প্রেম ও বিবাহ ক্ষেত্রে আপনার সময়টা ভাল যাবে না। একটু সতর্ক থাকতে হবে । আর্থিক অবস্থাও প্রভাবিত হতে পারে।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।