Shani Dev: শনি একটি রাশিতে কত বছর থাকে ? জীবনে কতবার আসে সাড়ে সাতি ?
Sade Sati: শনি গ্রহ ১২টি রাশির মধ্যে দিয়ে ঘুরতে ৩০ বছর সময় নেয়, অর্থাৎ এটি একটি রাশিতে আড়াই বছর করে থাকে
কলকাতা : শনিদেবকে 'ধর্মরাজ' বলা হয়। মনে করা হয় যে সূর্য হল রাজা, বুধ হল মন্ত্রী, মঙ্গল হল সেনাপতি ও শনি হল বিচারক এবং রাহু-কেতু প্রশাসক। শনিদেবকে ন্যায়ের দেবতা মনে করা হয়। মনে করা হয় যে, শনিদেব একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতিটি রাশিতে প্রবেশ করে। যার ফলে একজন ব্যক্তি তাঁর কর্ম অনুসারে শুভ বা অশুভ ফল পান।
শনি ধীরে ধীরে চলে এবং প্রায় আড়াই বছর ধরে একটি রাশিতে থাকে। শনির ধাইয়া, সাড়ে সাতি একজন ব্যক্তির জীবনে 'কম্পন' ডেকে আনে। শনি গ্রহ ১২টি রাশির মধ্যে দিয়ে ঘুরতে ৩০ বছর সময় নেয়, অর্থাৎ এটি একটি রাশিতে আড়াই বছর করে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রত্যেক মানুষের জীবনে তিনবার শনির সাড়ে সাতি আসে। প্রতি ৩০ বছরে মানুষকে শনির সাড়ে সতারি মুখোমুখি হতে হয়।
শনির সাড়ে সাতি অর্থাৎ ৭ বছর ধরে কিছু রাশিকে শনির তীব্র প্রভাবের সম্মুখীন হতে হয়। যে রাশিতে শনি থাকে সেই রাশিতে শনির সাড়ে সাতি শুরু হয় ।
সাড়ে সাতির প্রভাব মারাত্মক। শনি সাড়ে সাতি আড়াই বছরের তিনটি পর্বে বিভক্ত। প্রথম ধাপে একজন ব্যক্তি আর্থিক সমস্যার সম্মুখীন হন, দ্বিতীয় ধাপের প্রভাব কাজ এবং পারিবারিক জীবনে এবং তৃতীয় ধাপের প্রভাব পড়ে স্বাস্থ্যের ওপর।
২০২৩ সালে মকর, কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাতি চলেছে। এর থেকে মুক্তি পেতে হলে শিব ও হনুমানের উপাসনা করা উচিত বলে বিবেচিত হয়। হনুমান চালিসা পাঠ করা, শিবকে জল নিবেদন করা, দান করা, পরিচ্ছন্নতার সঙ্গে জীবনযাপন করা এবং সমস্ত জীবের প্রতি মঙ্গলভাব রাখা শনির সাড়ে সাতি থেকে মুক্তি দেয়।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন ; শীঘ্রই কুম্ভ রাশিতে 'উদয়' হবেন শনিদেব, কপাল খুলতে চলেছে কাদের ?