July Born : জুলাই মাসে জন্মগ্রহণকারী মানুষরা কেমন হন ?
July Born people: জুলাই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা পরিবারের প্রতি খুব সংবেদনশীল হন
কলকাতা : আজ থেকে শুরু হয়ে গেল জুলাই মাস (July Month)। জ্যোতিষ শাস্ত্র অনুসারে (According to Astrology), জন্ম তারিখ, রাশি, মাস ইত্যাদি থেকে একজন মানুষের ব্যক্তিত্ব ও স্বভাব জানা যায়। আসুন জেনে নেওয়া যাক জুলাই মাসে জন্মগ্রহণকারী মানুষদের কী কী সুবিধা ও অসুবিধা হয়।
কেমন হন জুলাইয়ে জন্মগ্রহণকারীরা ?
জুলাই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা জীবনের ইতিবাচক দিকগুলিতে বেশি মনোনিবেশ করেন। প্রতিটি পরিস্থিতিতে, এর ইতিবাচক দিকটি সন্ধান করেন। সবার ভাল করার চিন্তা তাঁকে জনপ্রিয় করে তোলে। অন্যদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। তাঁরা প্রকৃতিগতভাবে সংবেদনশীল। অন্যের প্রতি সহানুভূতিশীল হন।
আরও পড়ুন ; স্বপ্নে রামধনু দেখেছেন ? জানেন কীসের ইঙ্গিত ?
তবে, এই মাসে জন্ম নেওয়া মানুষের মেজাজ বোঝা খুব কঠিন। এঁরা প্রফুল্ল স্বভাবের, সেন্স অফ হিউমারও ভাল। কিন্তু হঠাৎ করে রেগে যান। আবেগপ্রবণ হওয়ার কারণে অনেক সময় আবেগের বশে সিদ্ধান্ত নেন। যে কারণে প্রায়শই ক্ষতির মুখে পড়তে হয় তাঁদের।
এই মাসে জন্মগ্রহণকারীরা জানেন কীভাবে টাকার ব্যবস্থা করতে হয়। আর্থিকভাবে শক্তিশালী হতে কঠোর পরিশ্রম করেন এবং অর্থ ব্যয় করে নিজের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণ করতে পিছপা হন না। সঞ্চয়ের গুণও রয়েছে।
জুলাই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা পরিবারের প্রতি খুব সংবেদনশীল হন। সম্পর্ক হৃদয় দিয়ে পালন করেন। স্বভাবগতভাবে সংবেদনশীল হওয়ার কারণে, কাছের লোকেরা যখন তাঁদের আঘাত করেন, তাঁরা তা সহ্য করতে পারেন না।
কূটনীতির সাহায্যে তাঁরা তাঁদের কঠিন কাজ সহজে করতে পারদর্শী। জুলাই মাসে জন্মগ্রহণকারী বেশিরভাগ মানুষ সৃজনশীল কেরিয়ার বেছে নেন। ব্যবসায় লাভ-ক্ষতির বিষয়ে তাঁদের ভাল ধারণা থাকে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)