Baba Vanga : ২০২৫ সালে প্রায় জনশূন্য হয়ে যাবে এই সব দেশ, দেখা যাবে ঘোর কলির চরম রূপ? বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী
তাহলে কি জুলাই থেকে মানবজাতি এক মহা ধ্বংসের দিকে এগিয়ে যাবে? ২০২৫ সালের জুলাই মাস নিয়ে ইতিমধ্যেই নানা সতর্ক বার্তা ।

ইরান ইজরায়েলের মধ্যে ঘনীভূত সংঘাত। তৃতীয় বিশ্বযুদ্ধের সিঁদুরে মেঘ দেখছেন কূটনীতিকরা। এদিকে ভারতে বিমান দুর্ঘটনা । সেতু ভেঙে পড়া। একের পর এক বিপর্যয় বিশ্ব জুড়ে। এ সব নাকি হওয়ারই ছিল। বলছেন তাবড় জ্যোতিষীরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চর্চায় বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার বাণী। জুলাই ২০২৫-এ নাকি বড় টালমাটাল হয়ে যেতে পারে। এমনটাই নাকি গণনা করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা।
শনির বক্রী হচ্ছে এই মাসেই। অন্যদিকে বৃহস্পতি অস্ত যাচ্ছে। যৌথ প্রভাবে বেজে উঠতে পারে যুদ্ধের ডঙ্কা। তাহলে কি জুলাই থেকে মানবজাতি এক মহা ধ্বংসের দিকে এগিয়ে যাবে? ২০২৫ সালের জুলাই মাস নিয়ে ইতিমধ্যেই নানা সতর্ক বার্তা । এ-মাসে গ্রহের গতিবিধি, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী এবং বিশ্বব্যাপী ঘটনাবলী যেন একই স্রোতে বইছে।
বাবা ভাঙ্গা কে ছিলেন এবং কেন তার ভবিষ্যদ্বাণীগুলিকে বিশেষ বলে মনে করা হয়?
বাবা ভাঙ্গা ছিলেন একজন অন্ধ বলকান সাধু যার ঐশ্বরিক দৃষ্টিশক্তি ছিল। তিনি ৯/১১ হামলা থেকে শুরু করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যন্ত ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি ২০২৫ সালের বিষয়ে একটি সতর্কবার্তাও দিয়েছেন।
ইনি নাকি বলেছিলেন, ২০২৫ সালে ইউরোপ প্রায় জনশূন্য হয়ে যাবে... ধ্বংসের পরে যারা বেঁচে থাকবে তারাই কেবল এগিয়ে যাবে।
আগে এটিকে প্রতীকী বলে মনে করা হত, কিন্তু ২০২৫ সালের জুলাই মাসে গ্রহগুলির অবস্থান, বিশ্বের বিভিন্ন জায়গায় সংঘাত যেভাবে বাড়ছে, যেভাবে বৃদ্ধ পাচ্ছে উত্তেজনা,তাতে এই ভবিষ্যৎ বাণীকে উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। সেই সঙ্গে গ্রহগুলির গতিবিধিও বিপজ্জনক সংকেত দিচ্ছে। যেমন -
বৃহস্পতি অষ্ট (৯ জুন-৭ জুলাই ২০২৫)
বৃহস্পতি যখন মিথুন রাশিতে অস্ত যায়, তখন নীতি, ধর্ম, প্রজ্ঞা এবং নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে। বৃহস্পতির অস্তমিত অবস্থায় সমাজ দিকহীন হয়ে পড়ে।
শনির প্রতিগামী (১৩ জুলাই-৩০ নভেম্বর ২০২৫)
মীন রাশিতে শনি প্রতিগামী হবে। এই অবস্থা ন্যায়বিচার এবং শৃঙ্খলাকে জটিল করে তোলে। যার কারণে সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি এবং নীতিতে অস্থিরতা দেখা দিতে পারে। এর পাশাপাশি, মঙ্গলের দিকও মিথুন রাশিতে থাকবে যা যুদ্ধের পরিস্থিতি ডেকে আনতে পারে। জ্যোতিষশাস্ত্রে নাকি শনি ও বৃহস্পতির আক্রমণাত্মক অবস্থার সময় যুদ্ধ, নীতির অবনতি এবং ক্ষমতার সংকটের স্পষ্ট উল্লেখ রয়েছে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি




















