বুধাদিত্য রাজযোগে কাটবে অর্থ-সঙ্কট, পরপর সাফল্য মুঠোয়, সোনার কপাল কদের?
বুধ ও সূর্যের আশ্চর্য প্রভাব, বুধাদিত্য রাজযোগে পরপর সাফল্য, অর্থ-সঙ্কট কেটে উপচে পড়বে ঘর

বৈদিক জ্যোতিষ অনুসারে আদিত্য শব্দের অর্থ সূর্য। কুণ্ডলীতে বুধ ও সূর্য একসঙ্গে থাকলে বুধাদিত্য যোগ তৈরি হয়। বুধাদিত্য যোগের উপর শনি, রাহু এবং কেতুর প্রভাব এর ফলাফলকে প্রভাবিত করে। এটি রাজযোগের সমান। যখনই বুধাদিত্য যোগ তৈরি হয় তখন কিছু রাশির অবশ্যই এর সুফল পাওয়া যায়। ২৭ মার্চ ২০২৫ মীন রাশিতে বুধ ও সূর্যের উপস্থিতির ফলে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কোন রাশিগুলির উপর এর শুভ প্রভাব পড়বে? জেনে নিন কোন কোন রাশির ধন লাভের যোগ রয়েছে।
বুধাদিত্য যোগের সুফল
বুধাদিত্য যোগ কোনও ব্যক্তিকে সুবুদ্ধিদান করে। পেশায় সফল হতে সাহায্য করে। সুখ্যাতি, তীক্ষ্ণ বুদ্ধি, ভালো বিশ্লেষণাত্মক ক্ষমতা, মানসিকভাবে শক্তিশালী করে তোলে। এর প্রভাবে জাতককে সরকারি চাকরি পাওয়ার ভালো সুযোগও মেলে। ব্যবসার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে সাহায্য করে এই যোগ। বুধাদিত্য যোগের শুভ প্রভাবে জাতক দ্রুত শেখার ক্ষমতা অর্জন করে।
২৭ মার্চ বুধাদিত্য যোগ থেকে যে রাশিগুলির শুভ ফল লাভ করছে -
- মিথুন রাশি - ২৭ মার্চ তৈরি হওয়া বুধাদিত্য যোগ থেকে মিথুন রাশির আর্থিক উন্নতির ইঙ্গিত রয়েছে। কাজে যদি কিছু বাধাএসে থাকে , তাও দূর হবে। শ্বশুরবাড়ি থেকে আপনার ধন লাভ হতে পারে। সবার সঙ্গে ব্যবহার ভাল হবে। বুদ্ধি করে সিদ্ধান্ত নিতে পারবেন। ধর্মে মতি থাকবে।
- ধনু রাশি - বুধাদিত্য যোগের শুভ প্রভাবে ধনু রাশির জাতকদের ব্যবসায় লাভ হতে পারে। আপনার মধ্যে নতুন কিছু করার চেষ্টা থাকবে। তা সফলও হবে। মায়ের থেকে ধন লাভের যোগ রয়েছে।
- সিংহ রাশি - সিংহ রাশির জাতকদের জন্য বুধ ও সূর্যের এই শুভ সংযোগ অকস্মাৎ লাভ এনে দেবে। অংশীদারিত্বের কাজে সাফল্য ত্বরাণ্বিত হবে। সমাজে পদ ও কদর বৃদ্ধি পাবে।
- কর্কট রাশি - কর্কট রাশির জাতকদের বুধাদিত্য যোগের প্রভাবে ধন লাভের যোগ তৈরি হচ্ছে। আয়ও বৃদ্ধি পাবে। কোন অজানা ব্যক্তির কাছ থেকে টাকার সমস্যার সমাধান বেরিয়ে আসতে পারে। শিক্ষাগত কাজে সম্মান লাভ হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















