Daily Horoscope: হঠাৎ অর্থক্ষতি! সম্পত্তি মামলায় জয়! আগামীকাল কার কেমন যাবে?
Horoscope Today: কেমন কাটবে ১৭ আগস্ট? কী বলছে আপনার রাশি?
কলকাতা: কেমন যাবে ১৭ আগস্ট? কী বলছে আপনার রাশি? দিগন্ত জুড়ে সাফল্য নাকি আচমকাই ছন্দপতন? গ্রহ- নক্ষত্ররা কেমন প্রভাব ফেলবে? সপ্তাহের এই দিনটি কেমন যাবে? (Daily Horoscope) কী বলছে আপনার রাশি?
মেষ- ভাল-মন্দয় মিশিয়ে যাবে এই দিনটি। পরিবারের বড়দের সঙ্গে পরামর্শ করে কাজ করুন। নয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। গাড়ি চালানোর সময় সাবধানচা অবলম্বন করুন। ছোটখাট বিবাদেও যোগ দেবেন না। চাকুরিজীবীদের উন্নতির সুযোগ।
বৃষ- বিশেষ কোনও কাজের কারণে অপেক্ষায় থাকলে এদিন তা সফল হবে। কোনও নতুন কাজ শুরু করতে চাইলে এদিন তা করতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল যাবে। স্বাস্থ্য়ের দিকে বিশেষ মনোযোগ দিন।
মিথুন- আধ্যাত্মিক কোনও কাজে সময় কাটাতে পারেন এদিন। ব্যবসায় কোনও ভাল কর্মীর খোঁজ পেতে পারেন, তাঁর জন্য আপনি লাভের মুখ দেখতে পারেন। সন্তানের সঙ্গে কোনও বিষয়ে তর্ক-বিতর্ক হতে পারে।
কর্কট- কোনও কাজে পরিশ্রম করলেও আশানুরূপ ফল নাও মিলতে পারে। তার জন্য় মন খারাপ করবেন না। ঘরের কোনও কাজে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায়ীদের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে। আয়কর সংক্রান্ত কোনও সমস্যার মুখেও পড়তে হতে পারে।
সিংহ- পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন। মানসিক চাপ বাড়তে পারে সেই কারণে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে থাকতে পারেন। দূরে কোথাও ভ্রমণ আপাতত এড়িয়ে চলুন। শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে মেপে পা ফেলতে হবে।
কন্যা- কোনও নতুন সম্পত্তি কিনতে চাইলে এটা ভাল দিন। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন এদিন। সন্তানের কাছ থেকে ভাল কোনও খবর মিলতে পারে।
তুলা- ভাইবোন সংক্রান্ত কোনও বিষয় নিয়ে চিন্তায় থাকতে পারেন। পরিবারের পরিবেশ ভাল থাকবে। আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন আপনি।
বৃশ্চিক- ভাল-মন্দয় মিশিয়ে যাবে দিনটি। কোনওকারণে আশঙ্কা থাকতে পারে আপনার মনে। ব্যবসায় খুব বেশি বদল করবেন না। পরিচিত কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। সম্পত্তি সংক্রান্ত কোনও মামলায় রায় আপনার অনুকূলে যেতে পারে।
ধনু- নতুন কোনও কাজ শুরু করার জন্য দিনটি উপযুক্ত নয়। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। সঞ্চয়ের দিকে নজর দিন, নয়তো প্রয়োজনের সময় আর্থিক টানাপড়েনের সামনে পড়তে হতে পারে।
মকর- জীবনসঙ্গী ও সন্তানদের নিয়ে উদ্বেগে থাকবেন। বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবারের সম্পূর্ণ সমর্থন পাবেন। চাকরিতে পদোন্নতি পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভাল হবে।
কুম্ভ- কথাবার্তায় সংযম বজায় রাখুন। কোনও বিবাদে যোগ দেবেন না। খুব প্রয়োজন না হলে এদিন বাইরে বেরোবেন না। নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে এদিন তা নিয়ে কাজকর্ম এগোতে পারেন।
মীন- কোথাও ঘুরতে যেতে পারেন। হাতে কোনও সম্পত্তি আসতে পারে। পুরনো কোনও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখুন।