Daily Astrology: আয় বৃদ্ধির সুযোগ? ঝগড়া-বিবাদে অশান্তি? কেমন কাটবে আজকের দিন?
Daily Horoscope: কেমন যাবে আজকের দিন? আপনার রাশিফল জেনে নিন
![Daily Astrology: আয় বৃদ্ধির সুযোগ? ঝগড়া-বিবাদে অশান্তি? কেমন কাটবে আজকের দিন? daily astrological prediction for 18 September 2023 know your daily horoscope know in details Daily Astrology: আয় বৃদ্ধির সুযোগ? ঝগড়া-বিবাদে অশান্তি? কেমন কাটবে আজকের দিন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/17/fa02583af6ae9a23a8ed4b0a3d9507731694969507357385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: কেমন যাবে সোমবার? ১৮ সেপ্টেম্বর কেমন কাটবে? কী বলছে আপনার রাশি? (Astrology today)
মেষ- কোনও ক্লান্তি থাকবে না। যে কোনও কাজ উদ্যমের সঙ্গে করতে পারবেন। আয় বৃদ্ধির নতুন উপায় মাথায় আসতে পারে।
বৃষ- আটকে থাকা কাজ দ্রুত শেষ হতে পারে। কাজ শেষ করে আনন্দ পাবেন। অংশীদারি ব্যবসায় ভাল লাভ পেতে পারেন। চাকরিতে পদোন্নতি মিলতে পারে।
মিথুন-কাজের জায়গায় চাপ হতে পারে। কাজে ভুল হলেও লুকোবেন না, নয়তো সমস্যা হতে পারে। ব্যবসায়ীদের লাভ পেতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে।
কর্কট- আপনার কাজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হবেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বড়সড় কোনও অর্ডার পেতে পারেন। কোনও যান কিনতে পারেন এদিন।
সিংহ- মন শান্ত থাকবে। কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে। ব্যবসার কাজের জন্য বন্ধুদের সাহায্য পেতে পারেন। জীবনযাত্রার মান উন্নত হতে পারে। দাম্পত্য জীবন সুখী হবে।
কন্যা- জীবনসঙ্গী বা পুরনো বন্ধুর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। পড়ানোর সঙ্গে যুক্তদের এদিন উন্নতি হতে পারে। স্বাস্থ্য়ের দিকে আরও যত্নবান হতে পারে।
তুলা- কোনও কারণে মানসিক চাপে থাকতে পারবেন। ব্যবসায় চাপ তৈরি হতে পারে। মাথা ঠান্ডা রাখুন। নতুন চাকরির সুযোগ আসতে পারে।
বৃশ্চিক- দিনটি ভাল যাবে। আয় বৃদ্ধির সুযোগ আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবেন। বাড়ির জন্য় কিছু কিনতে পারেন।
ধনু- কাজের ক্ষেত্রে চাপ হতে পারে। কোনও কিছু নিয়ে চিন্তায় থাকবেন। পরিবার থেকে দূরে থাকতে হতে পারে। বাড়িতে কোনও অনুষ্ঠান হতে পারে।
মকর- পারিবারিক কোনও সমস্যা নিয়ে উদ্বেগে থাকতে পারেন। ছোটখাট তর্কও এদিন এড়িয়ে চলুন। কোনও পরীক্ষার প্রস্তুতি নিলে সেই কাজ চালিয়ে যেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয় নিয়ে আদালতে যেতে হতে পারে।
কুম্ভ- রাজনীতিতে যাঁরা রয়েছন, তাঁরা এদিন সাফল্য পেতে পারেন। সঙ্গীর সঙ্গে কোনও বিষয় নিয়ে বিবাদ হতে পারে, সতর্ক থাকুন। শেয়ার বাজারে আগে বিনিয়োগ করে থাকলে তার জন্য় লাভ মিলবে।
মীন- বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। তার প্রস্তুতির জন্য ক্লান্তি অনুভব করতে পারেন। পরিবারে সময় দিন। এদিন খরচ বাড়তে পারে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আরও পড়ুন: আজ কোন সময়ে যাত্রা করলে শুভ ফলাফল পাবেন? কী বলছে পাঁজি?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)