(Source: ECI/ABP News/ABP Majha)
Daily Astrology: সুখবর আসতে পারে আজ, কেমন যাবে আজকের দিন ?
Daily astrological prediction: আজ ৭ মে, রবিবার।সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।
কলকাতা: আজ ৭ মে, রবিবার। চলুন আলো হোক কিংবা অন্ধকার, নতুন দিগন্তের খোঁজ নিতে চোখ রাখুন আপনার রাশিফলে। সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? (Daily Horoscope) কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।
মেষ- প্রেমে অশান্তির আশঙ্কা। কারও প্ররোচনায় কোনও কাজ হাতে নেবেন না। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। প্রিয়জনের থেকে খারাপ ব্যবহার পেতে পারেন।
বৃষ- দরকারি কাজ সেরে রাখুন।নতুন কাজের খবর আসতে পারে, প্রস্তুত থাকুন সেই জন্য। তর্ক বাধতে পারে, মাথা ঠান্ডা রাখুন।বায়ুপথ এড়িয়ে চলুন।
মিথুন- পাওনা আদায়ে অশান্তি। ঝামেলা থেকে দূরে থাকুন। আগুন থেকে খুব সাবধান থাকুন। সম্পত্তি নিয়ে ঝামেলা বাধতে পারে। বুঝে পদক্ষেপ নিন।
কর্কট- চলাফেরায় সতর্ক থাকুন। ভ্রমণের আলোচনা বাতিল হওয়ার সম্ভাবনা। বুঝে বিনিয়োগ করুন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে, সঞ্চয়ে মন দিন।
সিংহ- সুখবর আসতে পারে আজ। স্বামীর কোনও কাজে শান্তি পাবেন আপনি। আবেগের বশে কাজ করতে গিয়ে বিপদে পড়তে পারেন।
কন্যা- শত্রুর থেকে সাবধান। প্রেমে চাপ বাড়বে। বাবা-মায়ের ব্যবহারে মানসিক চাপ বাড়তে পারে। আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যান। প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন।
তুলা- চাকরির স্থানে সাবধান। বিয়ে নিয়ে আলোচনা হবে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। পাওনাদারের পাওনা মিটিয়ে দিন, নইলে বিবাদের আশঙ্কা রয়েছে।
বৃশ্চিক- বিয়ের আলোচনা হতে পারে। রাগের থেকে ক্ষতির আশঙ্কা। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে।
ধনু- অংশীদারি ব্যবসায় সাফল্য। বিবাদ এড়িয়ে চলুন। ভালবাসার সম্পর্কে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণশোধ করে ফেলার চেষ্টা করুন। সমস্যায় পড়লে স্বামীর সঙ্গে আলোচনা করুন, সমাধান মিলবে।
মকর- প্রেমে ব্যাকুলতা বাড়বে। কাজের জায়গা বদলাতে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবুন। কাজের জন্যে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে।
কুম্ভ- কাজের চাপ বাড়বে। বাড়িতে অতিথি আসতে পারে। আজ আপনার ইচ্ছেপূরণ হতে পারে। তর্ক থেকে এড়িয়ে যান। চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে। স্ত্রীর সঙ্গে বুঝে কথা বলুন।
মীন-অশান্তি এড়িয়ে যান। শরীর নিয়ে সতর্ক থাকুন। ফলের আশা না করে পরিশ্রম করে যান, সুখবর আসতে পারে। ঘুরতে যাওয়ার আলোচনা হতে পারে।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?