Daily Astrology 11 September : গ্রহের ফেরে হঠাৎ চ্যালেঞ্জ কোন রাশির? সপ্তাহের মাঝেই কার কপালে লক্ষ্মীলাভ?
Dainik Rashifal : আইনি জটিলতা কেটে যাবে তুলার, হতাশাজনক দিন হতে চলেছে মকরের, পড়ুন কালকের রাশিফল
গ্রহ নক্ষত্রের হিসেবে কেমন কাটবে ১১ সেপ্টেম্বর :
তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল ভালো দিন। কিছু সম্পত্তি ক্রয় করতে পারেন । আইনি জটিলতা কেটে যাবে। কিছু সুখবর শুনতে পাবেন। রোগের ভোগান্তি কমতে পারে। শিক্ষার্থীরা নতুন কোনও কাজে আগ্রহী হতে পারেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল দিনটি শুভ। অমীমাংসিত কোনও কাজ শেষ হতে পারে। আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে। অতিরিক্ত অর্থ অনর্থের কারণ হতে পারে। জীবন সঙ্গীর জন্য একটি উপহার আনতে পারেন। ভাই ও বোনদের সঙ্গে কথা বলে সমস্যা মেটাতে হবে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য দিনটি ব্যস্ততায় কাটবে। দীর্ঘ দূরত্বের যাত্রায় যাওয়ার সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য ে নজর রাখুন। ভ্রমণের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।
মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য আগামীকাল হতাশাজনক দিন হতে চলেছে। ব্যবসা নিয়ে চিন্তা থাকবে। কোনও প্রতিকূল পরিস্থিতিতেও দমলে চলবে না। নতুন কাজে কিছু জটিলতা থাকবে। ভ্রমণে যাওয়ার সময় সতর্ক থাকুন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা বিবাদ থেকে দূরে থাকুন। পরিবারে কোনো মতবিরোধ থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন। বাবা মা আপনার কাজে আপনাকে পূর্ণ সমর্থন করবেন। কর্মক্ষেত্রে আপনি আপনার কাজে কিছু সমস্যার সম্মুখীন হবেন।
মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল শুভ দিন । শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। কাজে সাফল্য পাবেন। ব্যবসার ফল ভাল হবে। কিছু কাজ নিয়ে দুশ্চিন্তা বাড়বে। শিশুদের লেখাপড়ায় কিছু সমস্যা আসতে পারে। পারিবারিক দায়িত্ব বাড়বে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ময়নাতদন্ত নিয়ে ফের প্রশ্ন! নমুনা সংরক্ষণেও কি বেনিয়ম? কোথায় সেই 'বিশেষ' নথি?