Daily Astrology: সম্পত্তি লাভের সম্ভাবনা কোন কোন রাশির জাতকদের? পড়ুন রাশিফল
আজ ৫ জানুয়ারি, বৃহস্পতিবার। কেমন কাটবে আজকের দিন ? কী বলছে আজকের রাশিফল (Todays Horoscope)?
কলকাতা: আজ ৫ জানুয়ারি, বৃহস্পতিবার। কেমন কাটবে আজকের দিন ? কী বলছে আজকের রাশিফল (Todays Horoscope)?
মেষ- আর্থিক সমস্যা চিন্তা বাড়াবে। ঋণের আবেদন করে থাকলে তা অনুমোদিত হয়ে যেতে পারে। দিনের শেষ সময়টা ভালো যাওয়ার সম্ভাবনা। চাকরি এবং কেরিয়ার নিয়ে সতর্ক থাকা দরকার।
বৃষ- কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। ব্যবসায় ক্ষতি হওয়া সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের ব্যবহারে আঘাত পেতে পারেন। বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে। আবেগ নিয়ন্ত্রন রাখুন, নাহলে সমস্যা বাড়বে ।
মিথুন- একাধিক সংস্থায় বিনিয়োগে লাভের মুখ দেখতে পারেন। পারিবারিক কোনও সমস্যা নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রিয়জনের বিয়ে নিয়ে কথা হতে পারে। ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
কর্কট- কাজে মন দেওয়ার সঠিক সময় এটাই। নতুন কোনও শুরু করার পরিকল্পনা থাকলে দিনটা খুব একটা ভালো নয়। মেজাজ সংযত রাখা দরকার। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। স্বাস্থ্য এবং আর্থিক পরিস্থিতির দিকে নজর দেওয়া দরকার।
সিংহ- চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। চিন্তার কোনও পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ফেলে রাখা কাজ শেষ করে ফেলতে পারেন। ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিতে পারে। ব্যক্তিগত জীবন এবং পেশাগত জবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।
কন্যা- ব্যবসায় এখনই বড় বিনিয়োগ না করাই শ্রেয়। পাওনা আদায়ে দেরি হতে পারে। পড়ুয়াদের জন্য দিনটি খুবই ভাল। পড়াশোনার জন্য ভ্রমণের সুযোগ আসতে পারে। স্বাস্থ্য নিয়ে চিন্তা ভোগাবে।
তুলা- নতুন কাজ শুরু করার জন্য দিনটি অত্যন্ত শুভ। মধুর ব্যবহারের মাধ্যমে সকলের মন জয় করে নিতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছ থেকে সাহায্য পেতে পারেন। কারও কাছ থেকে ঋণ নেওয়ার আগে সাবধান থাকা দরকার।
বৃশ্চিক- বাড়িতে কোনও অতিথি আসতে পারে। প্রতিবেশিদের সঙ্গে কথা বলার সময়ে মেজাজ সংযত রাখা দরকার। তর্ক - বিবাদ হলে এড়িয়ে যাওয়া দরকার। ব্যবসায় চাপ বাড়লেও, উন্নতির সম্ভাবনা রয়েছে। বিদেশে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে ।
ধনু- আগ্রাসী মনোভাব নিয়ন্ত্রণ করা দরকার। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। যাঁরা ব্যবসা করছেন,তাঁদের পক্ষে সময়টা অনুকূল। সন্তানদের কারণে খুশি থাকতে পারেন। বিবাহিতদের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে।
মকর- হাতে একাধিক কাজ থাকার কারণে ব্যস্ততা থাকবে চরমে। কোনও আত্মীয়র কাছ থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে নজর দেওয়া দরকার। কেরিয়ারে বড় সুযোগ আসার প্রবল সম্ভাবনা।
কুম্ভ- পরিবার, বন্ধু, সহকর্মীদের কাছ থেকে প্রশংসিত হতে পারেন। ব্যক্তিগত জীবনে বড় কোনও পরিবর্তন আসতে পারে। চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। অত্যধিক কাজের চাপে মানসিক অবসাদ দেখা দিতে পারে।
মীন- বিপরীত লিঙ্গের কোনও ব্যক্তির সঙ্গে কথাবার্তায় সাফল্যের সম্ভাবনা। সঙ্গীর সঙ্গে দিনটি রোম্যান্টিক কায়দায় কাটাতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। প্রিয়জনের বিয়ের খবর ভেস্তে যেতে পারে।