Daily Astrology: ব্যবসায় লাভের মুখ দেখবেন কারা? সঙ্গীর সঙ্গে নতুন করে টানাপড়েন?
Horoscope Today:কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল জেনে নিন।

কলকাতা: কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল জেনে নিন।
মেষ: কারও সঙ্গে আলাপ হতে পারে। যার প্রভাব আপনার চিন্তাভাবনার উপর পড়বে। এদিন ভাল পরিমাণ অর্থ আপনার হাতে আসতে পারে। এই কারণে মানসিক শান্তিও পাবেন। ইতিবাচক মনোভাব এবং উৎসাহের মাধ্যমে যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন। এদিন নতুন কোনও সম্পর্কে জড়াতেন পারেন আপনি।
বৃষ: গর্ভবতীরা নিজেদের খেয়াল রাখুন। আর্থিক দিকে দিয়ে মনের মতো যাবে না দিনটি। ব্য়ক্তিগত বিষয়ের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। আপনার কথায় যেন কেউ আঘাত না পায়, সেদিকে খেয়াল রাখবেন। ব্য়বসায়ীরা এদিন লাভের মুখ দেখতে পারেন। নিজের জন্য সময় দিন।
মিথুন: উৎসাহ ও উদ্দীপনার কারণেই সময়ের আগেই কাজ শেষ করতে পারবেন। বাড়ির থেকে দূরে থেকে পড়াশোনা বা চাকরি করলে সঙ্গীদের এড়িয়ে চলুন, নয়তো সময় নষ্ট হবে। কর্মক্ষেত্রে শত্রু মনোভাবাপন্নদের বশে আনতে পারবেন। সঙ্গী আপনার দিকে মনোযোগ দেবেন। সন্তানের সঙ্গে অবসর সময় কাটান।
কর্কট: এদিন ঘনিষ্ঠ কারও সঙ্গে মতের অমিল ঘটতে পারে। সেই কারণে যথেষ্ট বিরক্ত হতে পারেন আপনি। খরচ বৃদ্ধি হতে পারে, তার সঙ্গেই আয়ও বাড়বে। পরিবারের সদস্যদের প্রতি ভাল ব্যবহার করুন। কোনও কিছু নিয়ে চিন্তায় থাকতে পারেন আপনি, তবে সেসব গুরুত্ব দেবেন না। সঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে থাকতে পারেন।
সিংহ: এদিন চিন্তামুক্ত থাকুন। উদ্বেগকে কাছে ঘেঁষতে দেবেন না। নতুন কোনও পরিকল্পনা আপনার মাথায় আসতে পারে, যার জন্য লাভের মুখ দেখবেন। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাতে পারেন। ব্য়বসায়িক ক্ষেত্রে অংশীদারের সঙ্গে সমঝোতা ভাল হবে।
কন্যা: এদিন আপনার স্বাস্থ্য ভাল থাকবে। ভাইবোনের প্রয়োজনে অর্থ দিয়ে সাহায্য করতে হবে। যদিও আত্মীয়দের মধ্যে ধারের ব্যাপারে সতর্ক থাকবেন। নিজের সিদ্ধান্ত নিজে নিন, সবার থেকে পরামর্শ নিতে যাবেন না। সঙ্গীর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকলে ক্ষমা চেয়ে নিন। পরিবারের কোনও সদস্যদের কারণে দাম্পত্য সম্পর্কে টানাপড়েন আসতে পারে।
তুলা: আপনার বিশ্রাম প্রয়োজন। জমিজমা সংক্রান্ত কোনও বিনিয়োগ বা লেনদেনে ভাল লাভের সম্ভাবনা। দিনের শেষভাগে পরিবারের সঙ্গে সময় কাটান। মনে সন্দেহ পুষে রাখবেন না, তা সম্পর্ক নষ্ট করে দিতে পারে। সঙ্গীকে সন্দেহ করবেন না, কথা বলে মিটিয়ে নিন। কর্মক্ষেত্রে আপনার কাজের উন্নতি ঘটবে। কারও পরামর্শ মেনে চললে আপনার উপকার হতে পারে।
বৃশ্চিক: ছোটখাট বিষয়ে চিন্তা করবেন না, তাহলে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। খরচে লাগাম রাখুন, নয়তো ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে। রাগের মাথায় এমন কিছু বলে বসবেন না যার জন্য পরে অনুশোচনা করতে হয়। বলার আগে ভেবে বলুন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে।
ধনু: খাবারের দিকে খেয়াল রাখুন। অতিরিক্ত খাবার খেলে অসুস্থ হতে পারেন। লটারি সংক্রান্ত কোনও কিছু থেকে লাভ হতে পারে। পরিবারের সৎঙ্গে সময় কাটান। কঠোর পরিশ্রমের ফল মিলবে। এদিন কোনও ইনডোর গেমে সময় কাটাতে পারেন।
মকর: দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আপনি। কোনওরকম নেশাদ্রব্য থেকে দূরে থাকুন। সামাজিক অনুষ্ঠান এড়াবেন না। স্ট্রেস কাটাতে সুবিধা হবে। আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কাউকে ঢুকতে দেবেন না, তাতে সমস্যা বাড়বে। কাজের দিক দিয়ে বিচার করলে এদিন ঘটনাবহুল হবে না।
কুম্ভ: মানসিক চাপ সামলাতে হতে পারে। তবুও সেসব কাটিয়ে উঠতে পারবেন। কোনও কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। যাঁদের বিয়ের কথা চলছে, তাঁদের বিয়ের কথা পাকা হতে পারে। নতুন কোনও বিনিয়োগের সুযোগ মিলতে পারে। সারাদিনের ব্যস্ততার মধ্যে নিজের জন্য সময় বের করতে পারবেন।
মীন: সঙ্গীর সঙ্গে সমস্যা আলোচনা করুন। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান মিলবে। দুজন দুজনের জন্য সময় বের করুন। ঘরে শান্তি ফিরতে এর মাধ্যমে। তার লাভ পাবে সন্তানও। কোনও পরিকল্পনার এদিন বাস্তবায়ন হতে পারে। বন্ধু বা আত্মীয়দের থেকে প্রাপ্তিযোগ হতে পারে।
আরও পড়ুন: এই শুভকাজগুলি করতে পারেন আজ, কখন বেরোলে মিলবে ভাল ফল?




















