Daily Astrology: চুরি থেকে সতর্ক থাকবেন কারা? কাদের সম্পর্কে ভাঙনের ইঙ্গিত? দেখুন রাশিফল
Horoscope Today:কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল দেখে নিন।

কলকাতা: কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল দেখে নিন।
মেষ রাশি- এদিন গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে পারেন। তবে তার আগে নার্ভাস লাগতে পারে আপনার। বাবা-মায়ের থেকে আর্থিক সাহায্য পাবেন। পরিবারের মধ্যে আপনিই সমস্যা মেটাতে পারবেন। সবার কথা শুনে সমস্যার সমাধান করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের ফল মিলবে।
বৃষ রাশি- কোনও খেলাধুলোয় অংশগ্রহণ করতে পারেন। ব্যবসায়ীরা চুরির থেকে সতর্ক থাকুন। নিজের মূল্যবান জিনিস সাবধানে রাখুন। নতুন কোনও আয়ের সুযোগ আসতে পারে। দাম্পত্যজীবনে সুখ আসবে।
মিথুন রাশি- এদিন স্বাস্থ্য ভাল থাকবে। আপনার মনের অবস্থা ভাল থাকায় আত্মবিশ্বাসও তুঙ্গে থাকবে। নিজের খরচের দিকে খেয়াল রাখুন। খরচ বাড়তে থাকায় বাড়ির লোকের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সামাজিক কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ।
কর্কট রাশি- টাকার গুরুত্ব বুঝতে হবে। অপ্রয়োজনীয় খরচে লাগাম দিতে হবে। সঞ্চয়ের দিকে মন দিন। কোনও আত্মীয়ের থেকে উপহার মিলতে পারে। পুরনো কোনও স্মৃতি আনন্দ দিতে পারে। খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের জন্য এদিনটি ভাল।
সিংহ রাশি- কোনও সামাজিক অনুষ্ঠানে যোগদানের কারণে আপনার মন ভাল থাকবে। রয়্যালটি বা কমিশন বাবদ মোটা আয়ের সুযোগ রয়েছে। সন্ধের দিকে ভাল কোনও খবর গোটা পরিবারকে খুশি করে দেবে। কোনও কারণে সঙ্গীর সঙ্গে মতানৈক্য হতে পারে।
কন্যা রাশি- পুরনো কোনও অসুস্থতা থেকে সেরে উঠবেন। অর্থ সংক্রান্ত টানাপড়েন হতে পারে। তবে তা শীঘ্রই কেটে যাবে। পারিবারিক ক্ষেত্রে সংবেদনশীল কোনও বিষয় ঠান্ডা মাথায় মোকাবিলা করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য মিলবে। নিজের জন্য সময় দিন।
তুলা রাশি- বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হতে পারে। সেই কারণে সঞ্চয়ও প্রয়োজন। যার ফলে একটু টানাটানি হতে পারে। পারিবারিক কোনও অনুষ্ঠানে আত্মীয়দের সঙ্গে দেখা হবে। কারও তরফে প্রেমের প্রস্তাব পেতে পারেন। যাঁরা কোনও সম্পর্কে রয়েছেন তাঁরা সম্পর্কের বন্ধনের নতুন দিক খুঁজে পাবেন।
বৃশ্চিক রাশি- একাধিক কারণে মানসিক ভাবে বিপর্যস্ত হতে পারেন। তারজন্য কাজের ক্ষেত্রে সমস্যা হতে পারে। মনে ইতিবাচক ভাবনা রাখবেন। যাঁরা বিদেশে পড়াশোনার কথা ভাবছেন, বাড়িতে আর্থিক সমস্যা ভাবাতে পারে। কেউ আপনার ক্ষতির চেষ্টা করতে পারে। তবে এদিন কাজের জায়গায় দিনটি ভাল যাবে। সহকর্মীদের সাহায্য পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবেন। ব্যবসায়ীদের জন্য ভাল দিন।
ধনু রাশি- কাজের চাপে পরিশ্রান্ত হবেন। ভাল খাওয়াদাওয়া করুন। বিশ্রাম প্রয়োজন। আয়ের সুযোগ এলে তা ভাল করে ভেবে দেখুন। পরিবারের বাকি সদস্যদের দিকে নজর দিন। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বাইরে বেশি কথা বলবেন না।
মকর রাশি- এদিন সৃজনশীল কাজে মনোনিবেশ করতে পারে। চুপচাপ বসে থাকলে মানসিক চাপ আরও বাড়তে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। পারিবারিক অনুষ্ঠানে আপনিই মধ্যমনি হবেন। কাউকে কথা দেওয়ার আগে সাবধান হোন।
কুম্ভ রাশি- আগের কোনও কাজের জন্য ভাল লাভ ঘরে তুলবেন আজ। বাড়ির সদস্যদের সঙ্গে ভালভাবে কথা বলুন। তাহলেই সম্পর্কে উন্নতি হবে। কাজের জায়গায় উন্নতি হবে। যদিও প্রচুর কাজের চাপের কারণে বিধ্বস্ত বোধ করতে পারেন।
মীন রাশি- এদিন মন ভাল থাকবে আপনার। বাবার পরামর্শ মেনে চলুন। আপনার ব্যক্তিত্বের কারণে অনেকেই আপনার প্রতি আকৃষ্ট হবে। তাঁদের মধ্যে থেকেই কেউ কেউ আপনার বন্ধু হয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। হঠাৎ লাভের মুখ দেখতে পারেন।
আরও পড়ুন: মোবাইল হারিয়েছে? এক ক্লিকেই ব্লক ফোন! খুঁজেও পাবে পুলিশ!




















