Daily Horoscope: অংশীদারি ব্যবসায় সাফল্য? প্রতারণা থেকে সাবধান থাকবেন কারা? কী বলছে আজকের রাশিফল?
Horoscope Today: আজ ৫ সেপ্টেম্বর, সোমবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশিফল? দেখে নিন।

কলকাতা: আজ ৫ সেপ্টেম্বর, সোমবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশিফল? দেখে নিন।
মেষ: পূর্ব অভিজ্ঞতা থেকে লাভ পাবেন। আপনার সঙ্গে উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের সম্পর্ক দৃঢ় হবে। বয়োজেষ্ঠ্যদের সম্মান দিন, নিজের বাজে অভ্যাসগুলি তাড়ানোর চেষ্টা করিস।
বৃষ: যাঁরা বই ভালবাসেন, তাঁরা ভাল কোনও বই পড়তে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা আরও একটু চেষ্টা করুন। পুরনো সুখস্মৃতি মনে পড়তে পারে।
মিথুন: দীর্ঘদিনের কোনও সমস্যার অবসান হতে পারে। দম্পতিদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। ব্যবসায়ীরা মনের মতো ফল পেতে পারেন।
কর্কট: সময়ের ব্যবহার ঠিকমতো করতে পারবেন। স্বাস্থ্য সম্পর্কে ভাল ভাবে নজর রাখুন। মানসিক শক্তির কারণে লাভবান হবেন। আর্থিক স্থিতাবস্থা থাকবে।
সিংহ: স্বাস্থ্য নিয়ে চিন্তা কমবে। সমস্যা কমে নিজেকে সুস্থ লাগবে। নতুন কাজের খোঁজ, সেখানে বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ে নতুন কোনও অংশীদারের আগমনের সম্ভাবনা।
কন্যা: কোনও চাকরির ইন্টারভিউতে পাশ করার সুযোগ। পছন্দের কলেজে সুযোগ পেতে পারেন। কাজের জায়গায় জুনিয়রদের কাজে সন্তুষ্ট হবেন।
তুলা: ব্যবসায়ীদের জন্য ভাল দিন। অন্যরা আপনার পরামর্শের গুরুত্ব দেবে। কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। সাদা রঙ আপনার জন্য ভাল।
বৃশ্চিক: বয়স্কদের স্বাস্থ্যের উন্নতি হবে। বন্ধুদের কাছ থেকে উপকার মিলতে পারে। ব্যবসায়ে কোনও বদল আনার সুযোগ আসতে পারে।
ধনু: নতুন দম্পতিরা কোথাও পুজো দিতে পারেন। জামাকাপড় ও গয়না কিনতে পারেন এদিন। অংশীদারি ব্যবসায় সাফল্য আসবে। গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে আলোচনা হতে পারে আজ।
মকর: আজ দিনটা ভালভাবেই শুরু হবে। কর্মক্ষেত্রে আপনার কাজের সুখ্যাতি হবে। আইনজীবীদের জন্য ভাল দিন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে।
কুম্ভ: ব্যবসার জন্য ভ্রমণ কাজে লাগবে। সময়ে কাজ শেষ করার জন্য নিজের আত্মবিশ্বাস বাড়বে। পড়াশোনার সঙ্গে যুক্তদের জন্য ভাল সময়।
মীন: কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। সম্পর্কে ভারসাম্য বজায় থাকায় কাজ ভাল হবে। প্রতারণা থেকে সতর্ক থাকুন। বেনামি ফোন কলে গুরুত্ব দেবেন না। হলুদ রঙের জামাকাপড় পরতে পারেন। এই রং আপনার জন্য ভাল।




















