Daily Horoscope : খরচ বাড়তে পারে সিংহের, স্বাস্থ্যকে অবহেলা করবেন না কন্যা; আজ কী আছে আপনার ভাগ্যে ?
Astrology Today : আজ আপনার ভাগ্যে কী রয়েছে, তা আগাম কিছুটা জানা গেলে পথ চলতে সুবিধা হয়...

কলকাতা : উত্থান-পতন জীবনে লেগেই থাকে। ভাল-খারাপ সময়ও। অফিস হোক বা বাড়ি, পারিবারিক জীবন বা চাকরি জীবন, খরচ হোক বা সঞ্চয়...আজ ১৪ অগাস্ট, সোমবার আপনার ভাগ্যে (Astrology) কী রয়েছে, তা আগাম কিছুটা জানা গেলে পথ চলতে সুবিধা হয়। সেই লক্ষ্যেই দৈনিক রাশিফল। এদিনটা কেমন যাবে আপনার ? দেখে নিন রাশিফলে... (Daily Horoscope)
মেষ- আজ শান্ত থাকুন। আর্থিক বিষয়ে যদি আইনি জটিলতায় জড়িয়ে থাকেন, তাহলে আজ, সোমবার রায় আপনার পক্ষে যাবে। অলস হয়ে বসে থাকার পরিবর্তে, নতুন সুযোগের খোঁজ করুন সক্রিয়ভাবে। পরিবারকে অগ্রাধিকার দিতে ভুলবেন না।
বৃষ- আজ সারাদিন চিন্তামুক্ত থাকুন। সন্তানের সাফল্যে গর্বিত হবেন। কেউ কেউ সুন্দর উপহার ও ফুল-সহযোগে রোম্যান্টিক মুহূর্ত উপভোগ করবেন। আপনার শৈল্পিক ও সৃষ্টিশীল-সত্ত্বা প্রশংসা পাবে। টিভি ও মোবাইল ফোনে বেশি মেতে যাওয়া ঠিক হবে না ছাত্রদের।
মিথুন- আপনার প্রতিশ্রুতি এবং পরিশ্রমী প্রচেষ্টা স্বীকৃতি পাবে, যা আজ আর্থিক লাভে রূপান্তরিত হতে পারে । পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে প্রত্যেকে উৎসাহিত বোধ করবে। ভালবাসার মানুষটির সঙ্গে আনন্দের মুহূর্ত কাটার সুযোগ আছে। ঊর্ধ্বতন এবং সহকর্মীদে সঙ্গে কর্মস্থলে একযোগে কাজ করে আপনার আত্মবিশ্বাস বাড়বে। কীভাবে অবসর সময় কাটাবেন তা ঠিক করে নিন।
কর্কট- আজ থেকেই বিনিয়োগ করুন। বন্ধুদের সঙ্গে সন্ধেতে সময় কাটালে আনন্দিত হবেন। ছুটির পরিকল্পনা করার সুযোগ আসতে পারে। আজ ভাগ্য আপনার সহায় হবে। ভুল বোঝাবুঝি কাটিয়ে স্বামী-স্ত্রী সুন্দর সন্ধে কাটাবেন।
সিংহ- ভয় কাটিয়ে তোলার সময় এসেছে। খরচ বাড়তে পারে। তবে, আয়ও বাড়তে থাকায় পরিস্থিতি সামলে উঠতে পারবেন। ভালবাসার জীবন সমৃদ্ধ করতে, অন্য কারও কথা শুনে মতামত তৈরি থেকে বিরত থাকুন। আপনার শিল্প-সত্ত্বা আজ প্রশংসিত হবে। স্ত্রীকে রোম্যান্টিক ডেটে নিয়ে গেলে সম্পর্ক গাঢ় হবে।
কন্যা- স্বাস্থ্যকে অবহেলা করবেন না। অতীতে যাঁরা বিনিয়োগ করেছেন, তাঁরা আজ লাভবান হতে পারেন। কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময়, পরিবারের সদস্যদের পরামর্শ নিন। বিবাহিত জীবনে আজ সুখকর স্মৃতি তৈরি হবে।
তুলা- কোনও বিনিয়োগের আগে, নির্দিষ্ট ব্যক্তির বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিন। সন্তানের সাফল্যে গর্বিত বোধ করতে পারেন। উষ্ণ সম্বোধনে কাছের মানুষকে কাছে টেনে নিন। কাজে যে নিরলস পরিশ্রম করেন, আজ তার ফল পাবেন। পরিবারের কোনও সদস্য আপনার সঙ্গে সময় কাটাতে চাইতে পারে।
বৃশ্চিক- আনন্দদায়ক ভ্রমণ এবং সামাজিক সমাবেশে যুক্ত হন। আপনার আর্থিক পরিস্থিতি অত্যাবশ্যকীয় জিনিসপত্রের অধিগ্রহণকে ঝামেলামুক্ত করবে। পোশাক সম্পর্কে সচেতন হোন, আপনার সঙ্গীর অপছন্দের পোশাকগুলি এড়িয়ে চলুন। পারিবারিক পরিবেশ ক্ষণিকের জন্য আপনার বিবাহিত জীবনে প্রভাব ফেলতে পারে।
ধনু- দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সাহস জোগাড় করুন। ফল যা-ই হোক তা মেনে নেওয়ার জন্য তৈরি থাকুন। পারিবারিক জমায়েতের সম্ভাবনা আছে। ভালবাসার মানুষের খুশির পেছনে বিনিয়োগ করুন। অবসর সময় যাপনের সময় পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনের মাধুর্য্য নষ্ট করে দিতে পারে।
মকর- পারিবারিক জমায়েতের আয়োজন করার সুযোগ আছে। ভালবাসার মানুষের জন্য উদারভাবে বিনিয়োগ করুন। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। ভ্রমণে বেরোলে শুধু আনন্দিতই হবেন না, অন্তর্দৃষ্টিও বদলাবে। সতর্ক হোন। কারণ, স্বামী-স্ত্রীর মধ্যে অপ্রয়োজনীয় বিবাদের পরিবেশ তৈরি হতে পারে।
কুম্ভ- মুহূর্তে বাঁচার চেষ্টা করুন এবং বিনোদনের জন্য অতিরিক্ত ব্যয় করার ইচ্ছার উপর নিয়ন্ত্রণ বজায় রাখুন। কথোপকথনের মাধ্য়মে ব্যক্তিগত দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আজ রোম্যান্টিক মুহূর্ত কাটাবেন। আপনার প্রতিভা দেখানোর আজ ভাল দিন। বিরক্তিকর দিন এড়াতে তাড়াহুড়ো এবং অযৌক্তিক কাজ এড়ানো উচিত।
মীন- সময়সূচির আগে কর্মস্থল ত্যাগ করার চেষ্টা করুন। নিজেকে এমন ক্রিয়াকলাপে নিযুক্ত করার জন্য সময় দিন যা আপনাকে সত্যিই আনন্দ দেয়। পরিবারের সদস্যরা আপনার মতামতের উপর নির্ভর করবেন। কাজের চাপের মধ্যেই, আপনার প্রেমিকা রোম্যান্টিক মুহূর্ত তৈরি করবেন। সার্বিকভাবে দিনটি ভাল।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















