Dhanteras 2022 : ধনতেরাসে ভুলেও এই কাজগুলি করবেন না, সারাবছর সমস্যায় পড়বেন
Dhanteras Tips : ধনতেরাসের দিন বিভিন্ন জিনিস কেনার রীতি রয়েছে। যেমন- সোনা, রূপা, পিতল, ঝাড়ু, বাসনপত্র ইত্যাদি
কলকাতা : দীপাবলির (Diwali) সূচনা ধনতেরাসের (Dhanteras) দিন থেকে। এমনই মনে করা হয় হিন্দুধর্মে। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এটি। এবার ত্রয়োদশী তিথি পড়ছে দুই দিন, অর্থাৎ ২২ ও ২৩ অক্টোবর। কিন্তু ধনতেরাস উৎসব পালিত হবে ২৩ অক্টোবর। কারণ পঞ্চাং অনুসারে, কৃষ্ণ ত্রয়োদশী তিথি ২২ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টা ৩ মিনিটে শুরু হয়ে ২৩ অক্টোবর রবিবার সন্ধ্যা ৬টা ৪মিনিট পর্যন্ত থাকবে। উদয়তিথিকে সামনে রেখে ২৩ অক্টোবর ধনতেরাস উদযাপিত হবে।
ধনতেরাসের দিন বিভিন্ন জিনিস কেনার রীতি রয়েছে। যেমন- সোনা, রূপা, পিতল, ঝাড়ু, বাসনপত্র ইত্যাদি। এমনটা মনে করা হয় যে, বিশেষ এই দিনে সংশ্লিষ্ট এই জিনিসগুলি কিনলে ঘরে সমৃদ্ধি আসে। এটাও বলা হয় যে, ধনতেরাসে পুজো করলে ধন ও স্বাস্থ্যের বর পাওয়া যায়। তবে এই দিনে এমন কিছু কাজ আছে যা করা উচিত নয়। মনে করা হয়, এই দিনে এই কাজগুলি করলে সারা বছরই সমস্যায় পড়তে হয়।
ধনতেরাস ভুলেও এই কাজগুলি করবেন না-
- ধনতেরাসের দিন থেকেই দেবী লক্ষ্মীর পুজো করার রীতি রয়েছে। এই পুজো দিয়েই শুরু হয় দীপাবলি। তাই সন্ধ্যার সময় ভুলেও ঘর খালি রেখে বের হওয়া উচিত নয়। নাহলে মা লক্ষ্মী রাগ করবেন। কোনও না কোনও সদস্যকে এই দিনে বাড়িতে থাকতে হবে। আর মূল দরজা খোলা রাখতে হবে।
- ধনতেরাসের দিন, দক্ষিণ দিকে প্রদীপ জ্বালাতে ভুলবেন না। বাতিতে একটি মুদ্রা রাখুন। প্রদীপ জ্বালানোর পর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের ধ্যান করুন।
- ধনতেরসের দিন পাঁচটি প্রদীপ জ্বালান এবং মা লক্ষ্মীর কাছে তা রাখুন। এর পরে, মূল দরজা এবং জলের জায়গার কাছে একটি করে প্রদীপ জ্বালান।
- ধনতেরাসের সন্ধ্যায়, কারও সাথে টাকা লেনদেন করবেন না। ধনতেরাসের দিন গোটা ধনে কিনতে ভুলবেন না।
আরও পড়ুন ; অর্থ সংক্রান্ত সমস্যা দূর করতে ধনতেরাসের দিন কী করবেন ?
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।