Ganesh Chaturthi: বুধবার সিদ্ধিদাতার আশীর্বাদে ৫ রাশির কেরিয়ারে বিরাট লাফ! বিনিয়োগ থেকে চাকরি- সোনা ফলবে ভাগ্যে!
Ganesh Cahturthi 2025: ২৭ অগস্ট ২০২৫ সালে পড়ছে গণেশ চতুর্থী। আর সেই সময়ই রয়েছে একাধিক শুভ যোগ।

কলকাতা: গণেশকে বলা হয় সিদ্ধিদাতা। মনে করা হয়, তিনি যেমন সমস্ত বাধা বিপত্তিকে দূর করেন, তেমন ভাবেই তিনি সিদ্ধি লাভ করতে, সাফল্য পেতে সাহায্য করেন। বুধবার ৬ অগস্ট, চাঁদের ওপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে।
অন্য দিকে চাঁদের থেকে মঙ্গল কেন্দ্র স্থানে অবস্থান করবে। এর ফলে তৈরি হবে চন্দ্র মঙ্গল যোগ। এই শুভ যোগটি আর্থিক জীবনের জন্য শুভ। এমন পরিস্থিতিতে মেষ, মিথুন-সহ পাঁচ রাশির জাতকরা উন্নতি করতে পারবেন। ভাগ্যের সঙ্গ লাভ করবেন এই রাশির জাতকরা।
২৭ অগস্ট ২০২৫ সালে পড়ছে গণেশ চতুর্থী। আর সেই সময়ই রয়েছে একাধিক শুভ যোগ। এবারের গণেশ চতুর্থীতে পড়েছে নবপঞ্চম যোগ। নবপঞ্চম যোগের হাত ধরে একাধিক রাশির ভাগ্যে আসতে চলেছে শুভ সময়।
সমাজে মান-সম্মান বাড়বে। ব্যবসায় আগত সমস্ত বাধা-বিঘ্ন থেকে মুক্তি পাবেন। হঠাৎই বড়সড় সাফল্য লাভ করতে পারেন এই রাশির জাতকরা। এ ছাড়াও চাকরিজীবী জাতকরা কর্মক্ষেত্রে উচ্চাধিকারিকদের সহযোগিতা লাভ করতে পারবেন।
মেষ রাশি- মেষ রাশির জাতকদের বুধবারের দিনটি ভালো কাটবে। ব্যবসায় ছোট ছোট পার্টটাইম কাজের জন্য় সময় বের করতে পারবেন। উচ্চাকাঙ্খা পূরণ করতে পারবেন। কর্মক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। দীর্ঘদিন ধরে সমস্যার মুখোমুখি হলে এবার তা থেকে মুক্তি পাবেন। ভাগ্যের সঙ্গ পেতে শুরু করবেন। অর্থাভাব থেকে মুক্তি পাবেন।
মিথুন রাশি- মিথুন রাশির এই দিনটি ব্যবসা ও চাকরির ক্ষেত্রে দ্রুতগতিতে অগ্রসর হবে। কর্মক্ষেত্রে আকস্মিক উন্নতি হতে পারে, যা দেখে সকলে চমকে উঠবেন। নিজের অভিজ্ঞতার বিষয় চিন্তাভাবনা করলেও আশ্চর্যচকিত হতে পারেন। এই উন্নতি বজায় রাখার জন্য মনোনিবেশ করতে হবে, তা না-হলে সমস্যা সম্ভব।
বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকরা হঠাৎ কোনও সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে নিজের ওপর কোনও অবসাদকে প্রভাব বিস্তার করতে দেবেন না। কোনও প্রকল্পে নতুন পরিকল্পনা তৈরি করতে সফল হবেন। কর্মক্ষেত্রে পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন ও সামঞ্জস্য বজায় রাখা সম্ভব হবে।
ধনু রাশি- ধনু রাশির জাতকরা কর্মক্ষেত্রে ভালো লাভ অর্জন করতে পারবেন। ব্যবসায় অতীত লগ্নির দ্বারা ভালো মুনাফা অর্জন করতে পারেন। টাকা আটকে থাকলে তা ফিরে পেতে পারেন, তবে এতে কিছু সমস্যা হতে পারে। ব্যবসায় উন্নতির ফলে আত্মবিশ্বাস বাড়তে পারে।
মীন রাশি- মীন রাশির জাতকরা ব্যবসা ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন। সাফল্যের পথ প্রশস্ত হবে। কর্মক্ষেত্রে বিবাদ বা সমস্যা থাকলে তা এবার দূর হবে। কাউকে অর্থ ঋণ দেবেন না, কারণ তা ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। চাকরিজীবী জাতকরা কর্মক্ষেত্রে গোপন বিরোধীদের থেকে সাবধান থাকুন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















