Guru Purnima 2022: অর্থ সঙ্কট থাকবে না, কেটে যাবে বিয়ের বাধাও, কী করবেন গুরু পূর্ণিমায়?
Ashadha Purnima: প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমায় গুরু পূর্ণিমা পালিত হয়। এই দিনটিতে গুরুদের পুজো করা হয়।
কলকাতা: হিন্দুধর্মে অতি পবিত্র গুরুপূর্ণিমা। এই দিনটিতে সব গুরুর জন্মতিথি পালিত হয়৷ দীক্ষাগুরুকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে থাকেন ভক্তরা। আজ, ১৩ জুলাই, বুধবার গুরুপূর্ণিমা (Guru Purnima)। হিন্দুধর্ম (Hindu) মতে বিশ্বাস, যে কোনও শুভকাজ করার জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
গুরুপূর্ণিমার মাহাত্ম্য:
প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমায় গুরু পূর্ণিমা পালিত হয়। এই দিনটিতে গুরুদের পুজো করা হয়। গুরুদের মাধ্যমেই শিক্ষালাভ হয়। তাই হিন্দু ধর্মবিশ্বাসে গুরুকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। পিতা-মাতার সমতুল আসনে বসানো হয় গুরুকে। আষাঢ় পূর্ণিমা মহাভারতের রচয়িতা গুরু বেদ ব্যাসের জন্মদিন। এই উৎসব তাঁকে উৎসর্গ করা হয়।
এই বছর গুরুপূর্ণিমায় ৪টি শুভ রাজযোগ তৈরি হয়েছে। যার ফলে একাধিক শুভকাজের জন্য় অত্যন্ত ভাল এই সময়। এই সময় কী কী করবেন?
কেটে যাবে অর্থ সঙ্কট:
অর্থের (Money) অভাবে রয়েছেন? চিন্তা করবেন না। এই দিনে শুদ্ধ মনে কোনও দরিদ্রের পাশে দাঁড়ান। তাঁকে ছোলা বা চাল দান করুন। হলুদ রঙের মিষ্টি দিলেও আর্থিক কষ্ট দূর হবে।
সাফল্য পাওয়ার উপায়:
এই দিন লক্ষ্মীনারায়ণ মন্দিরে কাটা নারকেল নিবেদন করুন। ওই নারকেল যেন গোলাকার হয়। ভগবান বিষ্ণুর পুজো করুন। এই দিন দানধ্যান করুন। হলুদ মিষ্টি ও কাপড় দান করতে পারেন। এর মাধ্যমে আপনার গুরুদোষ কেটে যাবে। হৃত ভাগ্যও ফিরতে শুরু করবে।
কেটে যাবে বিয়ের বাধা:
বিয়েতে যদি বাধা এসে থাকে। তাহলে এই গুরুপূর্ণিমা আপনার জন্য হয়তো আশীর্বাদ নিয়ে এসেছে। বিয়ের বাধা দূর করতে গুরু পূর্ণিমার দিন গুরু যন্ত্র স্থাপন করুন। প্রতিদিন নিয়ম করে গুরু যন্ত্রের পুজো করতে হবে। তাহলে শীঘ্রই কেটে যাবে বিয়ের যাবতীয় বাধা।
পড়ুয়ারা কী করবেন?
যাঁরা পড়াশোনা নিয়ে কোনও সমস্যায় রয়েছেন কিংবা আশানুরূপ সাফল্য পাচ্ছেন না, তাঁরা গুরু পূর্ণিমার দিন গরুর সেবা করুন। সম্ভব হলে প্রতিদিন ভগবত গীতার কিছু অংশ পাঠ করুন। দ্রুত লাভ পাবেন। গুরু পূর্ণিমার দিনে গুরুর পূজা করুন এবং তাঁর আশীর্বাদ নিন। তাঁকে হলুদ বস্ত্র দান করুন। এটি করলে দ্রুত সৌভাগ্য আসবে।
ডিসক্লেমার: যাবতীয় তথ্য় প্রচলিত ধর্মবিশ্বাস ও প্রচলিত রীতি বা প্রথার উপর ভিত্তি করে দেওয়া। এবিপি আনন্দ এর সত্যতা যাচাই করেনি।
আরও পড়ুন: ঘুমানোর সময় এদিকে পা রাখবেন না ! মারাত্মক ক্ষতি হতে পারে