Horoscope 2023: নতুন বছরে ৫ রাশির জাতকদের ভাগ্যে নয়া মোড়, আপনিও কি সেই তালিকায়?
Astro Tips For 2023: আর কয়েকদিন পরেই শুরু হবে নতুন বছর। কোন রাশির ভাগ্যোদয়?
কলকাতা: আর কদিন পরেই নতুন বছর। ২০২৩ সালে কী রয়েছে ভাগ্য়ে? তা নিয়ে উৎসাহের কমতি নেই। নতুন বছর কেমন যাবে? কার ভাগ্যে কী রয়েছে? তা নিয়ে আগের বছরের শেষ কটাদিনেই আলোচনা শুরু হয়ে যায়। পঞ্চাঙ্গ অনুযায়ী কোন কোন রাশির জাতক-জাতিকার ভাগ্যে কী রয়েছে? কী বলছে রাশিফল?
মেষ: আগামী বছর মেষ রাশির জাতকদের জন্য উপহারের চেয়ে কম কিছু হবে না। গ্রহের অবস্থানের সম্পূর্ণ সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকা। সমস্য়া থাকলেও, ২০২৩ সাল আপনার জন্য় ভালই যাবে। এই রাশির জাতকরা তাঁদের একগুঁয়েমির জন্য় পরিচিত। এই অভ্যাস অনেকসময় সমস্যায় ফেলবে। কিন্তু এই অভ্যাসই অনেক সমস্যা থেকে আপনাকে বাঁচাবে, লড়াই করতে সাহায্য করবে। বৃহস্পতির উপর ভরসা রাখে।
কর্কট: নতুন বছর একটু অন্যরকম যাবে এই রাশির জাতকদের। সব গ্রহের সমর্থন পাবেন আপনি। যদি পরিকল্পনা করে কাজ করেন তাহলে সাফল্য পাবেন। সবসময় পজিটিভ চিন্তাভাবনা রাখবেন। সাহসের সঙ্গে কাজ করলে কঠিন পরিস্থিতিতেও সাফল্য় পাবেন। ভেবেচিন্তে যে কোনও সিদ্ধান্ত নিতে হবে। ২০২৩ সালে ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই বৃহস্পতি গ্রহের সমর্থন পাবেন।
মিথুন: যদি আপনার মধ্যে দ্বৈত সত্ত্বা থাকে তাহলে আগামী বছরে আপনাকে নিজেকে নিয়ে ভাবতে হবে। নতুন বছরে এমন অনেক পরিস্থিতি আসবে যখন আপনাকে আপনার এই দ্বৈত সত্ত্বা দূরে সরিয়ে রেখে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আগামী বছরে মঙ্গল ও শুক্র গ্রহ আপনার উপর সদয় হবে।
সিংহ: এই রাশির জাতকরা মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়। যে কোনওরকম চ্যালেঞ্জই সামনে আসুক, সবই সহজে সামলে নিতে পারবেন আপনি। যদি আপনি ভুল সঙ্গে থাকেন, তাহলে নতুন বছরে আপনি সেটা বুঝতে পেরে ঠিক পথে ফিরে আসতে পারবেন। এই রাশির জাতকরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। ফলে অনেকসময়েই ভাল করে কথা বলে অকারণে তাঁদের সাহায্য নিয়ে থাকেন অনেকে। আগামী বছরে এমন লোকজনকে সহজেই চিনতে পারবেন আপনি। পরিবারে কোনও ভাল অনুষ্ঠান হতে পারে। নষ্ট হয়ে যাওয়ার সম্পর্ক নতুন করে গড়ে উঠতে পারে।
তুলা: ২০২৩ সালে আপনার জীবনে ভারসাম্য আনবে। ২০২২ সালের তুলনায় নতুন বছরে অনেক বেশি গ্রহের সাহায্য পাবেনয তবুও আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ আগামী বছরে কিছু গ্রহ আপনার সঙ্গে থাকবে, কিছু গ্রহ থাকবে আপনার বিপরীতে। তবে তার জন্য আশঙ্কার কিছু নেই। যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। নতুন বছরে অনেক সুযোগ আপনার সামনে আসতে পারে। আপনাকে সেটা চিনতে হবে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। যদি মনে কোনও ভয় থেকে থাকে, তাহলে সেই ভয় সরিয়ে ফেলতে পারলেই সাফল্য মিল়বে।
ডিসক্লেইমার: ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আরও পড়ুন: নতুন বছরে নতুন সম্পর্ক? বিয়ের প্রস্তাবে রাজি হবেন সঙ্গী? কী বলছে রাশিফল?