Daily Astrology : ইন্টারভিউয়ে ব্যর্থ, হচ্ছে না বিয়ে ? একটু খেয়াল রাখবেন, রিং বাজতে পারে কাল 'পাকা কথা'র খবর নিয়ে, গ্রহ বদলাচ্ছে এই রাশির জাতকদের !
Daily Astrology Prediction: মেষ থেকে মীন, কেমন যাবে দিন ? আপনার রাশিফল জেনে নিন

কলকাতা: আগামীকালের রাশিফল, ১৮ অগাস্ট ২০২৫-এর দিনটি অনেক রাশির জন্য নতুন আশা নিয়ে আসবে। কেরিয়ার, অর্থ, স্বাস্থ্য এবং পারিবারিক জীবনে কোন রাশির জাতক-জাতিকারা সাফল্য পাবেন এবং কাদের সতর্ক থাকতে হবে, আসুন জেনে নিই।
মেষ রাশি: কাজ সময় মতো শেষ হবে, আত্মবিশ্বাস বাড়বে।নতুন সুযোগ আসবে, অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচুন। সারাদিন শক্তি বজায় থাকবে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে, কোনো বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে।
বৃষ রাশি: চাপের মধ্যে পারিবারিক সময় কাটবে। কর্মক্ষেত্রে মনোযোগ দিন, বাবার পরামর্শ লাভদায়ক হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে উন্নতি। মানসিক চাপ থাকতে পারে।বাড়িতে অতিথিদের আগমন, পুরনো স্মৃতি তাজা হবে।
মিথুন রাশি : লাভ এবং সম্মান। নতুন যোগাযোগ তৈরি হবে, কাজে উন্নতি। অপ্রত্যাশিত লাভ, তবে খরচ বাড়তে পারে। ক্লান্তি আসতে পারে, ভারসাম্য বজায় রাখুন। শ্বশুরবাড়ির তরফ থেকে দেখা ও সম্মান পাবেন।
কর্কট রাশি: বুঝে কথা বলুন । বেশি পরিশ্রম করতে হবে, বিরোধীরা সক্রিয় হবে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। মানসিক চাপ থাকতে পারে। বুঝে কথা বলুন, মা-বাবার আশীর্বাদ পাবেন।
সিংহ রাশি : পরিশ্রম ফল দেবে। সমাজ ও কাজে সাফল্য। খরচ বাড়তে পারে, আয়ের ভারসাম্য বজায় রাখুন। স্বাস্থ্য ভালো থাকবে। বাড়িতে অতিথিদের আগমন, আপনজনদের কথা মনে পড়বে।
কন্যা রাশি : সাফল্য এবং সহযোগিতা। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন, দায়িত্ব পালন করবেন।আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে। ক্লান্তি এবং কাজের চাপ থাকবে।পরিবারে মতভেদ মিটে যাবে, সন্তানদের থেকে সুখ।
তুলা রাশি : পরিকল্পনাকে নিয়ে এগোতে পারেন। প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী প্রোজেক্টে সাফল্য। নতুন সুযোগ আসবে। যোগা এবং ধ্যানে লাভ।আপনজনদের থেকে সাবধান থাকুন, দাম্পত্য জীবন ভালো থাকবে।
বৃশ্চিক রাশি: ধার করা থেকে বাঁচুন। ব্যবসার ডিল আটকে যেতে পারে। ধার করা থেকে বাঁচুন। ধৈর্য ধরুন, চাপ নেবেন না। শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদ হতে পারে।
ধনু রাশি : শুভ সংবাদ এবং নতুন সুযোগ। আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। আয় বাড়বে, সম্পত্তি কেনার যোগ।মন প্রফুল্ল থাকবে। সন্তানের চাকরির যোগ, অন্যদের বিষয়ে কথা বলবেন না।
মকর রাশি: আর্থিক দৃঢ়তা এবং সাফল্য। কাজে নতুন সুযোগ আসবে। ইনকাম বাড়বে, সম্পত্তি থেকে লাভ। মানসিক শান্তি এবং শক্তি থাকবে। মা-বাবার সহযোগিতা পাবেন, ধর্মীয় যাত্রা সম্ভব।
কুম্ভ রাশি: স্বাস্থ্য এবং সম্পর্কে ওঠা-নামা করতে পারে। পরিশ্রমের ফল পাবেন, সতর্ক থাকুন। বড় কেনাকাটার আগে যাচাই করুন।জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য এবং পুরনো বন্ধুর সঙ্গে দেখা।
মীন রাশি : ব্যবসায় উন্নতি। ব্যবসার ট্রিপ সফল হবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন, সরকারি সুবিধা পাওয়ার সম্ভাবনা।উৎসাহ বজায় থাকবে।ভাই-বোনদের সহযোগিতা, পরিবারে বিয়ের কথা পাকা হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















