Daily Astrology:চাকরি পেতে পারেন, পারিবারিক অশান্তির আশঙ্কা; লক্ষ্মীবারে কী বলছে আপনার রাশিফল?
Horoscope Tomorrow: তুলা থেকে মীন, বৃহস্পতিবার কোন রাশির ভাগ্য কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।
কলকাতা: আগামীকাল ৯ জানুয়ারি। বৃহস্পতিবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): আর্থিক দিক থেকে ভাল দিন। কাজের প্রশংসা পাবেন। সঙ্গীর সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাতে একে অপরকে আরও ভাল করে চিনতে পারবেন। স্বল্পে লাভের ব্যবসার দিকে এগোবেন না। পড়াশোনার চাপ বাড়বে পড়ুয়াদের।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): ব্যবসার দিক থেকে শুভ দিন। বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। কারও কথায় খারাপ লাগতে পারে। কাজের প্রয়োজনে দূরে কোথায় যেতে হতে পারে। লাভজনক ফল পাবেন। বাড়িতে কোনও অতিথি আসবেন। ফলে ব্যস্ততা বাড়বে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নয়। কাউকে কোনও কথা দিয়ে থাকলে তা সহজেই পূরণ করতে পারবেন। কোনও প্রিয় জিনিস হারিয়ে গেলে তা ফেরত পাবেন। পার্টনারশিপের ব্যবসা শুরু করার আগে ভাল করে খোঁজখবর নিন। সন্তানের সাফল্যে মন খুশি।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): আইনি ঝামেলা মিটতে পারে। আপনি জয়ী হতে পারেন। কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। আপনার কাজের বিষয়ে সঙ্গীর সাহায্য পাবেন। তাতে বন্ধন আরও দৃঢ় হবে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): স্বাস্থ্যের দিক থেকে ভাল-খারাপ দুইই থাকবে। সম্পত্তির বিষয়ে বিবাদ বাড়বে। কোনও চুক্তি চূড়ান্ত হতে পারে। পারিবারিক অশান্তি বাড়তে পারে। একসঙ্গে বসে বিবাদ মেটাতে হবে। উচ্চ শিক্ষার দিক থেকে ভাল সময়।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): দিনভর থাকতে হবে সতর্ক। আপনার সময় চাইতে পারে সন্তান। ভাষার বিষয়ে সতর্ক হতে হবে। আপনার কথায় কারও খারাপ লাগতে পারে। রাজনীতিতে বুঝে কাজ করতে হবে। শত্রুপক্ষের থেকে সাবধান।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।